পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ ミqQ দর্শন করিতেছিল। যুবরাজ জিজ্ঞাসা করিলেন, “বন্ধু, তুমি অমিয়াকে কোথায় দেখিলে ?” 狮 বন্ধু । কেন, স্বৰ্গীয়া পট্টমহাদেবীর নিকটে, গুণমা-মন্দিরে, বাসুদেবমন্দিরে, নৃত্য সভায় | - স্কন্দ । তুমি ও কি হৃদয় তারাইয়াছ ? দেব । বন্ধু, তাঙ্গ হইলে বিপদ । স্কন্দ । দ্বন্দ্বযুদ্ধ করিবি ত ? বন্ধু । পাগল, আমি কি শুভ্রবর্ণ দেখিয়া ভুলিবার পাত্র ? দেব ! সুবরাজ, লাচিলাম । * দুন্দ । আমারই ভুল ; মালবে যে কাঞ্চনবরণ মৃগাঙ্গা দুর্গস্বামিনী এখনও অপেক্ষা করিতেছেন ! বন্ধু । ভাই, বাহার যেমন রুচি। স্বন্দ। দেবধর, অমিয়ার কথা ত আমাকে কোন ও দিন বলিস নাই ? দেব। যুবরাজ, তুমি কি ইচ্ছা করিয়া কোনও দিন অরুণার কথা আমাদের বলিয়াছ ? একদিন প্রাসাদের উদ্যানে বৃক্ষের অন্তরাল হইতে অরুণাকে দেখিতেছিলে, মনে আছে ? ধরা পড়িয়া তবে ত স্বাকার করিয়াছ ? স্কন্দ। সে কথা ভুলিয়া যাও ভাই । দেব। হতাশ হইও না যুবরাজ, সংবাদ শুভ। . বন্ধু ! কি সংবাদ ভাই ? দেবধর যুবরাজের কর্ণমূলে মৃদুস্বরে কি বলিল, যুবরাজ তাহা বন্ধুবৰ্ম্মার কৰ্ণমূলে উচ্চারণ করিলেন। তখন দেবধর পুনরায় কঙ্গিলেন, “রোহিতাশ্বের পথে যাও, দুই তিন ক্রোশ গেলেই দেবকুলের চূড়া দেখিতে পাইবে।” স্কন্দ। দেব, আজি যে উপকার করিলে তাঙ্গা জীবনে বিশ্বত হইব না, কিছু প্রার্থনা কর ।