পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミsb" করুণা করিয়া রোচিতাশ্বের পথ অবলম্বন করিলেন । তিন ক্রোশ অতিক্রাস্ত হইলে প্রাচীন দেবমন্দিরের কৃষ্ণবর্ণ উচ্চ চূড়া দৃষ্ট হইল, পঞ্চম ক্রোশে পথিপাশ্বে উদ্যান দুষ্ট হইল। উদ্যানে মৃগযুথপরিবৃত গৈরিকবসন দেবমূৰ্ত্তি সহকার তলে উপবিষ্ট ছিলেন । সুন্দ গুপ্ত অশ্ব হইতে অবতরণ করিলেন, বন্ধুবৰ্ম্ম অশ্বারোক্তিগণের সহিত দেবমন্দিরের তোরণাভিমুখে যাত্রা করিলেন । স্কন্দ গুপ্ত কম্পিতপদে সহকার তরু তলে চলিলেন ; পদশব্দ শুনিয়া দেবী বদনৈৰ্ম্মত্তালন করিলেন। মৃগযুথ উঠিয়া দাড়াইল, দেবী জিজ্ঞাসা করিলেন, “কে ?” কণ্ঠস্বর শুনিয়া যুবরাজের পদস্থলন হইল, বিচিত্র উষ্ণায শিল্পশ্চত হইল, কনকবরণ কেশরাশি মুখের চারিদিকে ছড়াইয়া পড়িল । তাহা দেখিয়া দেবীমূৰ্ত্তির আপাদমস্তক কম্পিত হইল, দুবরাজ স্থির হইয়া দাড়াইনে, উষ্ণীল শালিশস্তক্ষেত্রে পড়িয়া রহিল । অদ্ধদও অতিবাহিত হইল। কম্পিত আবেগরুদ্ধকণ্ঠে যুবরাজ ডাকিলেন, “ অরণ ” সে স্বর শুনিয়া দেবী কম্পিত হইলেন, পদদ্বয় দেহের ভার ধারণে অক্ষম হইল, ধীরে ধীরে দেবী ভূমিতে উপবেশন করিলেন। মৃগযুথ বিপদ বুঝিয়া চারিদিক বেষ্টন করিয়া দাড়াইল । যুবরাজ নিকটে আসিলেন, বিকৃতকণ্ঠে পুনৰ্ব্বার ডাকিলেন, “ অরুণ!” শ্বাসরুদ্ধকণ্ঠে ধীরে ধীরে উচ্চারিত হইল, “দেবতা–তুমি – বামুদেব—” “অরুণ, আবার পাটলিপুত্রে ফিরিয়াছি, বহুকষ্ট্রে দেবধর তোমার সন্ধান করিয়াছে, আবার তোমায় দেখতে—” “দেবতা—যুবরাজ --সত্য—তুমি—” “সত্যই আমি, অরুণ – উঠ, চাহিয়া দেখ, তোমার দর্শনলাভের আশায় জীবিত আছি। অরুণ, অরুণ !” মৃগযুথ দূরে সরিয়া গেল, স্থরোম্মত্তের দ্যায় কম্পিতপদে উভয় বাহু প্রসারিত করিয়া স্কন্দ গুপ্ত অগ্রসর হইলেন কিন্তু দেবীমূৰ্ত্তি দূরে সরিয়া গেল, বিস্মিত ও স্তম্ভিত হইয়া স্কন্দগুপ্ত সহকার শাখা আশ্রয় করিয়া দাড়াইলেন ।