পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ ミb ○ সন্ন্যাসী । পিতার অনুমতি ব্যতীত অরুণার পাণিগ্রহণ করিলে সমগ্র আর্যাবৰ্ত্তবাসী তোমার অপযশ ঘোষণা করিবে । " স্কন । তাঙ্গ ও সভা, কিন্তু প্রভু, দীর্ঘকাল পরে অরুণাকে পাইয়া ত্যাগ করিতে পারিব না । w সন্ন্যাস । তাগ করিতে হুইবে না, মন্দিরে চল । সশব্দে মন্দির-দ্বার উদঘাটিত হইল, সকলে গভগৃহে প্রবেশ করিলেন। সন্ন্যাসী বিগ্রহের সম্মুখে আসনে উপবেশন করিয়া আচমন করিলেন এবং পাষাণনিৰ্ম্মিত বাসুদেবমুৰ্বির পদদ্বয় স্পর্শ করিয়া কহিলেন, "বরাজ, স্বন্দ গুপ্তদেব, এই পবিত্র নারায়ণ-বিস্ব স্পর্শ করিরা শপথ করিতেছি যে, তুমি যখন সিংহাসনে উপবেশন করিবে, তখন তোমার বাগদত্তা পত্নী অরুণাদেবীকে আমি রতমোচন করিয়া ফিরাইয়া দিব এবং যতদিন তুমি তাতাকে না গ্রহণ করিবে, ততদিন কস্তার স্যায় তাeাকে পালন করিব এবং আজীবন শক্ৰহস্ত হইতে রক্ষা করিব । মা, অগ্রসর হও, আচমন কর ।” 3. অরুণা আচমন করিয়া প্রতিমা স্পর্শ করিয়া কহিলেন, “দেবতা, বাসুদেব জানেন আমি তোমার পত্নী, অদ্য বাসুদেবের চরণ স্পর্শ করিয়া দেহ মন প্রাণ তোমার চরণে সমৰ্পণ করিলাম, যখন তুমি আহবান করিবে, প্রাসাদে হউক, কুটারে ভউক তোমার সেবায় জীবন অতিবাহিত করিব।” এই সময়ে সন্ন্যাসী কছিলেন, “মাতা, গৈরিক পরিত্যাগ করিয়া আইস ।” অরুণ মুহূৰ্ত্তমধ্যে গৈরিক ত্যাগ করিয়া রক্ত চীনাংশুক ধারণ করিয়া আসিলেন। তখন সন্ন্যাসী কহিলেন, “মাতা, বিগ্রহের কণ্ঠের মালা নিজকণ্ঠে ধারণ কর ।” অরুণা চম্পক দাম শোভিত মাল্য পাষাণ-প্রতিমার কণ্ঠ হইতে গ্রহণ করিয়া কম্বুকণ্ঠে ধারণ করিলেন। সন্ন্যাসী কহিলেন, “মাল্য পতির কণ্ঠে পরাইয়া দাও।” কম্পিত হস্তে অরুণ যুবরাজের কণ্ঠে মাল্য অর্পণ করিলেন, স্কন্দগুপ্ত নিজ বহুমূল্য মুক্তাঙ্গার অরুণাদেবীর কণ্ঠে ক