পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミふbr করুণা সশব্দে সাৰ্দ্ধদ্বিশত অসি সাৰ্দ্ধদ্বিশত হৃৎপিণ্ডে আমূলবিদ্ধ হইল, শতদ্রুতীরের সাদ্ধদ্বিশত সৈনিক স্বামীর অনুসরণ করিল। দেখিতে দেখিতে গাঢ় আলিঙ্গনপাশে আবদ্ধ হইয়া পতি-পত্নী সুখাসনে ঢলিয়া পড়িলেন। বিস্তৃত মণ্ডপের দীপমালা নিবিয়া আসিল, সহসা সশব্দে কক্ষের রুদ্ধদ্বার মুক্ত হইল, স্কন্দ গুপ্ত ও হর্ষ গুপ্ত দ্রুতপদে কক্ষে প্রবেশ করিয়া আকুলকণ্ঠে ডাকিলেন, “দেবধর ” সুপাসনৰ্শীর্ষে দণ্ডায়মান বুদ্ধ-মঙ্গনায়ক জয়ধবল শুষ্ক কণ্ঠে কছিলেন, “ধীরে স্কন্দ গুপ্ত—ধীরে হর্য গুপ্ত —কন্ত| তামাতা নিদ্রিত হইয়াছে।”