পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ J) c S উপস্থিত হইলেন। দ্বিতীয় যুবা পথিপাশ্বে এক বিপণীতে প্রবেশ করিল, সেই বিপণীতে এক প্রৌঢ় রমণী গোধূম ও তঃগ বিক্রয় করিতেছিল। দ্বিতীয় যুবা তাহার মা তাকে যুবরাজের পরিচয় দিতে উল্প ত হইল। কিন্তু তাঙ্গকে বাধা দিয়া প্রথম যুবা প্রৌঢ়াকে কঠিলেন, “মাতা, আমি }মার গুপ্তের পুত্র, অামার নাম স্কন্দ গুপ্ত, আজি তোমার দুয়ারে ভিক্ষা চাহিতে আসিয়াছি ।" প্রোঢ়া ব্যস্ত গুচয় উঠিয়া দা ড্রাইল এবং করযোড়ে কহিল, “যুবরাজ, আমি দরিদ্র রমণী, আপনি আমার ছুয়ার ভিক্ষণ চাঠিতে আসিয়াছেন, একি প্রঙ্গেলিক ?” “মাতা, রাজ্যের জন্য, ধৰ্ম্মের জন্ত, দেশের জন্য, তোমার নিকট পুত্র-ভিক্ষণ চাঙ্গিতে আসিয়াছি । অচিরে BB BBBS BBB BBB BBBB BB BBB DDBB S g ggBBBB রক্তিম আভা গাঢ় হইয়া উঠিলে, সহস্ৰ সহস্র বীর মে দিন মাতা ও বনিত, ব্রাহ্মণ ও শ্রমণ, দেশ ও ধৰ্ম্ম রক্ষার জন্য ধরিত্রীর চরণতল অপূৰ্ব্ব অলক্তকরাগে রঞ্জিত করিবে । মাতা, সহস্ৰ সহস্র মগধ ও সৌরসেন বীর যে দিন পবিত্র সুরসেন ভূমি রক্ষার জন্ত আত্মোৎসর্গ ধরিবে, সেদিন কি তোমার পুত্র দূরে দাড়াইয়ু থাকিবে ?” “যুবরাজ, আপনি কি বলিতেছেন তাঙ্গ বুঝিতে পারিলাম না ।” “মাতা, তোমার পুত্র যুদ্ধ করিতে চাহে, তোমার অনুমতির অভাবে তাহার বাসন পূর্ণ হইতেছে না । মাতা, সেই জন্য তোমার নিকট পুত্র-ভিক্ষ চাচিতে আসিয়াছি।” “যুবরাজ, আমার বে একমাত্র পুত্র, নয়নের মণি, অঞ্চলের নিধি ?” “মাতা, একমাত্র পুত্র কি পুত্রের কৰ্ত্তবো বর্জিত ?” o প্রৌঢ় পুত্রকে বাহুপাশে আবদ্ধ করিয়া কঠিল, “আমি তাঙ্গ পারিব না যুবরাজ, ক্ষমা করুন, যাহার একের অধিক পুত্র আছে, তাহার নিকট যাও। তোমার কি মাতা নাই?” “এখন নাই, কিন্তু ছিলেন। মাতার আমিও একমাত্র পুত্র।” “যুবরাজ, আপনি রাজা ও রাজা-রক্ষণ আপনার কৰ্ত্তব্য। আমরা অতি দীন, অতি দরিদ্র, আমার পুত্র যুদ্ধ করিয়া কি