পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○と。 করুণা করিলে, মহারাজ ? স্কন্দ যে আর্যাবৰ্ত্তের একমাত্র ভরসা ! তুমি কি মনে করিয়াছ যে বেখাজার চন্দ্রসেন, গণিকাপুত্র শিবনন্দী ও শোণ্ডিকতনয় ভবরুদ্র হূণ প্রলয় হইতে উত্তরাপথ-দক্ষিণাপথ রক্ষা করিবে ? স্কন্দ, পুত্র, যুবরাজ,—?” g & সেই রাত্রিতে উৎসবময় মহোদয় নগরে পরমেশ্বর, পরমবৈষ্ণব, যুবরাজ ভট্টারক স্কন্দ গুপ্তদেবকে কেহ খুজিয়া পাইল না । সপ্তম পরিচ্ছেদ سلجپسH:جنيسه স্ত,প-রক্ষা “পুত্র, দেহ আর বহে না, আর কত সেনা আছে ?” “পঞ্চশত মাত্র।” “এই পঞ্চশত মাগধবীর কেন আমার জন্য মরিতেছে ? উহাদিগকে পলায়ন করিতে বল। বল, গুপ্তসাম্রাজ্য ধ্বংস হইয়াছে, গোবিন্দগুপ্ত মরিয়াছে, উহারা গৃহে ফিরিয়া যাক ৷” “কেহ যে ফিরিতে চাহে না, পিতা ?” “কেন ?” “উহারা বলে যে উহারা পুরুষানুক্রমে গুপ্তকুলের অন্নে প্রতিপালিত, আজি দুদিন দেখিয়া কেমন করিয়া স্বামীকুল পরিত্যাগ করিবে ?” , “আর যুদ্ধ করিয়া কি হইবে ? কাহার জন্য যুদ্ধ করিবে ? স্কন্দের সহিত সমস্ত শেষ হইয়াছে ” “পিতা, আমাদিগের সহিত একজন তরুণ গোল্মিক আছে, তাহাকে দেখিলে কি মনে হয় ?” “হর্ষ, যাহা মনে করিতেছ তাহ নয় । সেই গোক্সিকের মুখ স্কন্দগুপ্তের মত বটে কিন্তু তাহার কেশ যে কৃষ্ণবর্ণ?” “পিঙ্গলবৰ্ণ কেশ কি কৃষ্ণবর্ণে