পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wog o কক্ষপ হণগণ তাঙ্গ শুনিয়া অন্ন পরিত্যাগ করিয়া অস্ত্র গ্রহণ করিল । সহসা বিপুলবেগে মাগধসেনা তোরণপথে নির্গত হইল, চারিজন সৈনিক কাষ্ঠথগুনিৰ্ম্মিত আধারে তত্ত্বচেতন গোবিন্দগুপ্তকে বহন করিয়া লইয়া চলিল। সৰ্ব্বাগে সেই বৰ্ম্মাবৃত গোল্মিক ও সৰ্ব্ব পশ্চাতে সেই শিবিক। স্ত,প হইতে নির্গত হইল, শত শত-সহস্ৰ সহস্ৰ কুণ তাঙ্গাদিগকে আক্রমণ করিল । সহসা সুদীর্ঘ ভল্ল আসিয়া গোল্মিকের শিরস্ত্রাণে বিদ্ধ হইল ; শিরস্ত্রাণ স্কন্ধচু্যত ইয়া ভূমিতে পতিত হইল, সঙ্গে সঙ্গে পঞ্চশত মাগধবার উল্লাসে চীৎকার করিয়া উঠিল, “যুবরাজের জয়, স্কন গুপ্তের জয়” ইত্যাদি ধ্বনিতে গগন বিদীর্ণ হইল। হণসেনা চমকিত হইয়া নিমিযের জন্ত স্তম্ভিত হইল । সেই মুহূৰ্ত্তে তীব্রবেগে বিচলিত ইণসেন। BBBB BBBS BBBB BBBB BBBB BBBB BBBS BB BB হণ আটধিক প্রদেশের সেই নৈশ-যুদ্ধে নিহত হইল, সহস্ৰ সহস্ৰ স্থণ আহত হইল, কিন্তু তথাপি পঞ্চশত মাগধবীরের গতি রুদ্ধ হইল না । বহুকাল পরে যুবরাজভট্টারক স্কন্দগুপ্তকে নেতৃরূপে পাইয়া পঞ্চশত মাগধসেনা অমানুষিক বলে বলীয়ান হইয়া উঠিয়াছিল। শত সহস্ৰ হণসেন নিশ্চল পাষাণ-প্রতিমার ন্যায় দূরে দাড়াইয়া রঙ্গিল, পঞ্চশত মাগধবীর অবলীলাক্রমে পথ পরিষ্কার করিয়া অদৃশ্য হইল, অটবিক প্রদেশের নৈশষুদ্ধের পঞ্চাশং বর্ষ পরে জালন্ধরে বা উজ্জয়িনীতে তুণ বুদ্ধগণ রোমাঞ্চিত কলেবরে মহাবীর স্কন্দগুপ্তের অমানুষিক পরাক্রমের কথা বলিত, শত বর্ষ পরে উত্তরাপথে ও দক্ষিণাপথে আর্যাকুলমহিলাগণ দেবতা ও ব্রাহ্মণ, রমণী ও শিশু, দেবকুল ও শস্তক্ষেত্রের একমাত্র পরিত্রাতা স্কন্দগুপ্তের নাম স্মরণ করিয়া উষাকালে গৃহ-কৰ্ম্মে প্রবৃত্ত হইতেন । মালবে কৃষকগণ, ও গৌড়ে ধীবরগণ দীর্ঘকাল কৃতজ্ঞচিত্তে গুপ্তরাজপুত্রের যশোগান করিত। * গিরিশীর্ষে, তরুণ উষার শুভ্র আলো, ৈ ক শুভ্ৰবন্ধনপরিচিত

  1. \ }