পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ ૨છે দেবপুত্র যাহি কণিঙ্কের বিহার ধ্বংসোন্মুখ ; আমরা সঙ্ঘারামের ধ্বংসাবশেষ মধ্যে পর্ণকুটীরে বাস করিয়া থাকি।” পথিক সেই ব্যক্তির সহিত অন্ধকারে চলিয়া কিয়ৎক্ষণ পরে এক বৃহৎ পাষাণ নিৰ্ম্মিত অট্টালিকার ধ্বংসাবশেষ মধ্যে উপস্থিত হইল । তাহার আশ্রয়দাতা অট্টালিকার প্রাঙ্গণে একটি ক্ষুদ্র কুটীরে প্রবেশ করিয়া আলোক লইয়া আসিল এবং কছিল, “চলুন ।”—পথিক বাক্যবায়ু না করিয়া চলিতে আরম্ভ করিল। প্রাঙ্গণের অপর পাশ্বে ভগ্ন অট্টালিকার একটি পাষাণময় দ্বারের সম্মুখে আর একজন ভিক্ষু দাড়াইয়াছিল ; প্রথম ভিক্ষু তাঙ্গকে দেখিয়া কহিল, “ধৰ্ম্মসিংহ, সঙ্ঘস্থবির কোথায় ?” দ্বিতীয় ভিক্ষু কঠিল, “সজঘস্থবির কক্ষে আছেন । তুমি কি তাহার সঠিত সাক্ষাৎ করিবে ?” “হঁ৷ ” “এখন ত সাক্ষণং পাইবে না, সঙ্ঘস্থবির আদেশ করিয়াছেন যে, আচাৰ্য্য সত্তঘরক্ষিত ভিন্ন তিনি আর কাতারও সঠিত তৃতীয় প্রচরের পূৰ্ব্বে দেখা করিবেন না। তোমার সঙ্গে কে ?” একজন অতিথি । ধৰ্ম্মসিংহ, তুমি সঙ্ঘস্থবিরকে বলিয়া আছস যে বুদ্ধরক্ষিত একজন বালীক দেশীয় ব্রাহ্মণকে সঙ্গে লইয়া আসিয়াছে এবং সঙ্ঘস্থবিরের আদেশানুসারে তাহার সহিত সাক্ষাৎ করিতে চাহে । অতিথি এখনও বিশ্রাম করেন নাই।” “বিশ্রামের পর আসি ও ” “না, সঙ্ঘস্থবির আমাকে অদ্য প্রাতে আদেশ করিয়াছেন যে, গিরিসঙ্কট পার হইয়া নগরহার হইতে কেহ আসিলে তাহাকে যেন সংবাদ দেওয়া হয় এবং • সম্ভব হইলে তাহাকে সঙ্ঘস্থবিরের নিকটে আনয়ন করা হয় ! তুমি বিলম্ব করিও না, শীঘ্ৰ যাও।” . দ্বিতীয় ভিক্ষু জীর্ণ প্রাসাদের মধ্যে প্রবেশ করিল এবং তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কছিল, “বুদ্ধরক্ষিত, অতিথিকে লইয়া সঙ্ঘস্থবিরের কক্ষে প্রবেশ কর, তিনি তোমাদিগের জন্য অপেক্ষা করিতেছেন " উভয়ে অট্টালিকার অভ্যন্তরে প্রবেশ করিলেন। প্রাচীরগাত্রে বিলম্বিত একটি