পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

к92 е করুণা r সমস্ত বুঝি না । হণ আসিয়া যখন আমার বিপণীটি জালাইয়া দিয়! যাইবে, তখন কি তুমি আমাকে রক্ষা করিবে, না, লম্বী লম্বা পা ফেলিয়: সরিয়া দাড়াইবে ?” “আমি তোমাকে শপথ করিয়া কঃি তেছি, ইঙ্গরা তৃণ नड দেখ, রবিকীৰ্ত্তি, এই ব্যক্তির কণ্ঠস্বর শুনিয়া সহসা আমার চিত্ত বড় চঞ্চল হইয়া উঠিয়াছে, ইঙ্গারা সামুঙ্গে ব্যক্তি নহে, তুমি শীঘ্র মঙ্গনায়কের নিকটে যাও ।” “বাপু হে, এতটা কাল যুদ্ধ করিয়াছ, সুতরাং যুদ্ধ করিতেই শিথিয়াছ, বিষয়বুদ্ধি তোমার আদো নাই। আমি এখন মহানারকের নিকট যাইতে পারি না ; ওরে, কটাহের তৈল তপ্ত হইয়াছে ?” g এই সময়ে দুর্গপ্রাকারের নিম্নে আগন্তুকত্ৰয় দ্বারমোচনে বিলম্ব দেখিয়ু অস্থির হইয়া উঠিল। তাহাদিগের মধ্যে যে পূৰ্ব্বে নাগরিকগণকে তোরণ মুক্ত করিতে অনুরোধ করিয়াছিল, সে পুনরায় কহিল, “বন্ধুগণ, আমরা তূণ নহি, আমার দক্ষিণ হস্তের দিকে চাহিয়া দেখ, হস্তস্থান বন্ধুবৰ্ম্মার কথা শুনিয়াছ ?” আগন্তুক হস্তের ব্যয় উন্মোচন করিল। শূন্ত বৰ্ম্ম দেখিয়া প্রাকার হইতে শত শত সেনা ও নাগরিক উল্লাসে চীৎকার করিয়া উঠিল, সঙ্গে সঙ্গে ভীষণ শব্দে প্রতিষ্ঠান নগরের দক্ষিণ তোরণ উন্মুক্ত হইল। তাহ শুনিয়া রবিকীৰ্ত্তি কহিল, “ওহে, বালক গুল সৰ্ব্বনাশ করিল, হায় হায়, বিপণীটি গেল : আগন্তুকত্ৰয় তোরণপথে প্রতিষ্ঠানে প্রবেশ করিলেন ; প্রথমে হস্তহীন বন্ধুবৰ্ম্ম, তাহার পরে একজন আপাদমস্তক' বৰ্ম্মাবৃত পুরুষ এবং সৰ্ব্বশেষে জনৈক খৰ্ব্বাকৃতি গৌরবর্ণ যুবা । শেষোক্ত ব্যক্তিকে দেখিয়া জনৈক সেনা বলিয়া উঠিল, “এ কি,—স্বপ্ন-না—যুবরাজ—মহারাজ— ওরে প্রতিষ্ঠানবাসী, এতদিনে ভাগ্যদেবী সুপ্রসর হইয়াছেন। চাহিয়৷ দেখ, চাহিয়া দেখ, নগরদ্বারে নগ্নশীর্ষে, নগ্নপদে ভিখারীর ন্যায় আর্য্যাবর্তের