পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, দশম পরিচ্ছেদ , 9 لان জীবন মাগধ সেনার বাহুবলের উপরে নির্ভর করিতেছে, আজি কি মগধবালী নিশ্চেষ্ট হইয়া থাকিতে পারে ? মাগধ জননীর স্তন্যপানে বোধ হয় তোমার দেহ পুষ্ট হয় নাই, তাঙ্গ যদি ইত, তাঙ্গ হইলে এমন কথা তুমি বলিতে পারিতে না । সহস্র বর্য যাবং মগধবাসী উত্তরাপথ রক্ষা করিয়াছে, মগধ মুকুত্তকাল তন্দ্রামগ্ন হইয়াছিল বলিয়া আজি দিগন্ত অসহায় নরনারীর আৰ্ত্তনাদে পরিপূর্ণ। ষ্ঠে বান্ধব, রমণী g শিশুর, দেবতা ও ব্রাহ্মণের মৰ্ম্মভেদ আৰ্ত্তনাদ কি তোমার কর্ণকুহরে প্রবেশ করে নাই ? লাঞ্ছিত। আযানারীর, সিংহাসনচ্যুত আৰ্য্যদেবতার কাঠিনী কি তোমার শ্রবণ স্পশ করে নাই ? দেশে দেশে গ্রামে গ্রামে নগরে নগরে মরণকাতর নরনারী এখন গধ নাম শুনিলে প্রবুদ্ধ তয় । ড়ে মাগধ, মুহূৰ্ত্তের, জন্য, ক্ষণিক সুখের জন্য, পিতৃপুরুষের বহুক্লেশাজ্জিত অমল ধবল যশোরাশি কি কলঙ্কিত করিবে ? মাগধসেনা কি আর উত্তরাপথের তোরণ রক্ষা করিবে না ? বক্ষু ও বাঙ্গলীকা তীরে আর কি গরুড়ধ্বজ দুষ্ট হইবে না ? বন্ধুগণ, বিবেচনা কর, অর্গল-মুক্তগুহ দস্থাতস্করের লীলাক্ষেত্র, মুক্ততোরণ আর্যাবত্ত বৰ্ব্বরের সিংহাসন । মনে করি ও না, কৰ্ত্তব্য বিস্কৃত ই ঠয়া ক্ষুদ্র মগধে নিশ্চেষ্ট হইয়া থাকিলে চূণ-আক্রমণ হইতে অবাঙ্গতি পাইবে, মনে করিও না, সাধের পাটলিপুত্রনগর এমনই সুন্দর থাকিবে । কৰ্ত্তব্য বিস্কৃত তইও ন, তাহা হইলে দূরে দাড়াইয়া পাটলিপুত্রের ভস্মস্তপ দেখিয়া একদিন দীর্ঘশ্বাস পরিত্যাগ করিতে হইবে । পিতামহের কথা বিস্তৃত হই ও না, যে ত্যাগ শিথিয়াছে, স্বদেশ ও স্বধৰ্ম্ম রক্ষার জন্ত সক্টাস্তে মরণ আলিঙ্গন করিতে শিখিয়াছে, দেশ তাহার, রাজ্য তাহার, ধৰ্ম্ম ভড়ার" l জনসঙ্ঘ উন্মত্ত হইয়া উঠিল, জয়ধ্বনিতে গগন বিদীর্ণ হইল, মেদিনী কম্পিত হইল, সেই অবসরে স্কন্দ্রগুপ্তের বক্ষোদেশ লক্ষ্য করিয়া সুদীর্ঘ শূল নিক্ষিপ্ত হইল। দূরে থাকিয়া বৃদ্ধ মহা প্রতীহার কৃষ্ণ গুপ্ত তাহা লক্ষ্য করিলেন এবং ছুটিং গিয়া নিৰ্ণিমেষ নেত্ৰে অনাবৃত বক্ষে স্কন্দগুপ্তের সম্মুখে