পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○とがや করুণা ক্ষত্রিয়-মাত্রেই আমাকে সাহায্য করিবেন । পিতৃবা, ত্রিংশংবর্ষ পূৰ্ব্বে কুলাঙ্গার গোবিন্দগুপ্ত পিতার মনে ব্যথা দিয়া গুপ্তকুলে কলঙ্ককালিম লেপন করিয়া পাটলিপুত্র ত্যাগ করিতে উদ্যত হইয়াছিল, তখন নারায়ণ তাহাকে রক্ষা করিয়াছিলেন । সেইদিন কুতজ্ঞঙ্গদয়ে প্রতিজ্ঞা করিয়াছিলাম, পাটলিপুত্র ত্যাগ করিব ও মগধের কার্য্যে জীবন উৎসর্গ করিব । মেদিন ই দলেখার কস্তাকে আর্মাপটে উপবিষ্ট দেখিয়াছিলাম, সেইদিন প্রতিজ্ঞ করিয়াছিলাম, জোষ্ঠের পাপ আত্মশোণিতে ক্ষালন করিব । স্কন, এতদিন অবসর পাত নাই, সাম্রাজ্য কণধারবিহীন পোতের ন্যায় তৃণসমরসমুদ্রে ভাসিয়া বেড়াইতেছিল। আজ দিন পাইয়াছি, পুত্র, তুমি জান, তুমি আমার তর্ষের অধিক, আর্যাপটে উপবেশন করিয়াছ, সামাজ্যশাসন কর, কৰ্ত্তব্য পালন কর, ক্ষণিক শোক দুঃখ বিস্কৃত হও, আমাপটে নূতন পট্টমহাদেবীর প্রতিষ্ঠা কর । বৃদ্ধ গোবিন্দ গুপ্ত বুদ্ধ কুমার গুপ্তের পাপের প্রায়শ্চিত্ত করিবে, উত্তরকালে মাগধ চন্দ্র গুপ্তের পুত্রকে স্মরণ করিয়া যেন নাসিক কুঞ্চিত না করে । পুত্র হর্ষকে দেখিও, সে এখনও বালক, তাঙ্গকে পুত্রবৎ পালন করিও, মনে রাখিও, গোবিন্দ গুপ্তের পুত্র কৃতঘ্ন হইবে না।” সমবেত জনসজস্ব চঞ্চল হইয়া উঠিল, কিন্তু কেহ জয়ধ্বনি করিতে সাহস করিল না। ধীরে ধীরে আর্যাপট্ট ত্যাগ করিয়া স্কন্দগুপ্ত গৃহতলে অবতরণ করিলেন এবং মুকুট পিতৃব্যের পদপ্রান্তে রক্ষা করিয়া কহিলেন, “তাত, যে গুরুভার আমার শিরে অর্পণ করিয়াছেন, তাহা যথাসাধ্য বহন করিব । চিরদিন অবনতমস্তকে আপনার আদেশ পালন করিয়াছি, যতদিন জীবিত থাকিব, করিব, তবে অামি যাহা জাহ্নবীজলে বিসর্জন দিয়া আসিয়াছি, তাহা জীবনে বিস্তৃত হইতে পারিব না । পিতৃব্য, বহুদিন পূৰ্ব্বে বাসুদেবমন্দিরে স্কন গুপ্ত বিবাহ করিয়াছে, দ্বিতীয়বার তাহার পক্ষে অসম্ভব । আৰ্য্যপট্ট শূন্ত থাকিবে না, এখনই নূতন পট্টমহাদেবী স্থাপন করিব, তাহ দেখিয়া বিস্মিত হইবেন না ।” s :