পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, একাদশ পরিচ্ছেদ , J&ፃ নবান সম্রাঢ় এক লম্ফে আৰ্য্যপটে আরোহণ করিলেন, শতদ্রুযুদ্ধের ভগ্নশর্ষ আসি কোষমুক্ত ত ইয়া নবীন রবিরশ্মিপাতে উদ্ভাসিত ই ইয়া উঠিল, সিংহাসনের পাশ্বে শূন্ত সিংহাসনে তাঙ্গা স্থাপিত ই ইল। সই সা স্কন গুপ্তের মুখ হইতে তার স্বরে উচ্চারিত হইল, “বন্ধুগণ, আসাপটে নূতন পট্টমহাদেবী প্রতিষ্ঠা করিয়াছি, উক্ত অকলঙ্ক নিৰ্ম্মল, একদিন শতদ্রুদ্ধের স্মৃতিচিঙ্গস্বরূপ উঙ্গ চন্দ্রধরের পুত্র মগধার দেবদরকে প্রদত্ত ইয়াছিল। বন্ধুগণ, সাম্রাজ্যে রমণীর আবখ্যক নাই, পুরুষ ও অসির আবখ্যক আছে । পিতৃভূমি বৰ্ব্বরের কলুষিত পাদস্পর্শে পীড়িত, লক্ষ লক্ষ মুতু্যকাতর অসহায় নরনারা এখনও BBBBB BB BBBS BBBS BBBB BBBS BBBB BBBB BBBBB BBB করিতে পারে, এখন ও প্রাণ আছে, ঔষধ প্রয়োগের সময় আছে ।” সমবেত জনসঙ্ঘ ঘোররবে গজ্জন করিয়া উঠিল, মগুপের বঙ্গিদেশে সৈনিক ও নাগরিকগণ সে ধ্বনি শ্রবণ করিয়া প্রাচীন পাটলিপুত্রের ভিত্তি কম্পিত করিয়া তুলিল, জনসঙ্ঘ প্রকৃতিস্থ হহঁতে এক দণ্ড অতিবাহিত হইল। আর্য্যপটের সম্মুখে দণ্ডায়মান হইয়া স্কন্দ গুপ্ত পুনরায় $ 隐 কহিলেন, “পিতৃব্য, এ মুকুট গৃঙ্গীর, আমার নহে, যে ব্রত অদ্য গ্রহণ করিব, তাঙ্গ উদ্যাপন করিয়া ঘদি ফিরিয়া আসি, তাঙ্গ হইলে পুনরায় উন্স গ্রহণ করিব, নতুবা গুপ্তকুলে পুত্রাভাব হয় নাই । তাত, রুপিরের স্রোত না বঙ্গিলে গুপ্তকুলের দুরপনেয় কলঙ্ক-কালিমা ধৌত হুইবে না, আর্যাবৰ্ত্ত রক্ষিত হইবে না, অসঙ্গয় নরনারার মান্তনাদ স্থগিত হইবে না। একদিন মরিতেই হইবে, সেদিন কৃতকৰ্ম্মের পরিচয় দিতে হইবে। আমার সঠিত অতীত ও ভবিষ্যতের আশা ভরসা ত্যাগ করিয়া; প্রত্যাবর্তনের কথা বিস্তৃত হইয়া, পুত্ৰকলত্রের মায়া পরিত্যাগ করিয়া মগধের প্রাচীন কৰ্ত্তব্য রক্ষায় কে যাইবে ? যদি কেহ না যায়, মগধ যদি পুরুষহীন হইয়া থাকে, মাগধ যদি পিতৃঋণ বিস্কৃত হইয়া থাকে, তথাপি কুমারগুপ্তের পুত্র যাইবে।” , -