পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ , تbلا ع বিস্তৃত হইয়াছে ? ভুল, রাহুলভদ্র, আর্য্যসঙ্ঘের বিষম ভুল, আর যে পাটলিপুত্রে ফিরিব না, তাঙ্গ হইলে—” 縣 পশ্চাৎ হইতে একজন দীর্ঘাকার বম্মাদৃত যোদ্ধা মুরারির স্বন্ধে হস্তাপণ করিয়া জিজ্ঞাসা করিল, “কেন ফিরিবে না মুরারি ?” চমকিত হইয়া মুরারি ফিরিয়া দাড়াইল এবং আগন্তুককে দেখিয়া সামরিক প্রথায় অভিবাদন করিল, তাঙ্গর পরে বস্ত্রাভ্যন্তর হইতে একখণ্ড মসৃণ কৃষ্ম চৰ্ম্ম বাহির করিয়া আগন্তুকের হস্তে প্রদান করিল ও কঠিল, “মহানায়ক, প্ৰভু স্মরণ করিয়াছেন ।” আগন্তুক ধীরে ধীরে অতি যত্নসহকারে বন্মের শিরস্ত্রাণ মোচন করিল এবং পত্রপাঠ করিয়া মুরারিকে কহিল, “মুরারি, প্রভূ কেবল তোমাকে স্মরণ করেন নাই, অনেকের প্রভু অনেককে স্মরণ করিয়াছেন, কপিশার সংবাদ শুনিয়াছ ?” অত্যন্ত উৎসুকচিত্তে মুরারি জিজ্ঞাসা করিল, “কি হইয়াছে ?” “বাস্থলীকাতীরে ইন্দ্রপালিত বিষ্ণুপদ লাভ করিয়াছে।” “আর অবশিষ্ট ?” “আরে পাগল, একি চন্দ্রসেনের যুদ্ধ ? অবশিষ্ট এতক্ষণ দিব্যবিমানে চড়িয়া বৈকুণ্ঠে চলিয়াছে।” “আচার্য্য রাহুলভদ্র যে পত্র আনিয়াছেন, তাহার স্বাক্ষর দেখিয়াছেন ত ?” “দেখিয়াছি বলিয়াই বলিতেছি, আমার প্রভুও আমাকে স্মরণ করিয়াছেন।” “মঙ্গরাজাধিরাজের পীড়ার কথা অথবা যুদ্ধবিগ্রহের কথা ত শুনি নাই। অনন্তার পুত্র, ইন্দ্রলেখার দৌহিত্র পুরগুপ্ত, আজি মাগধ সাম্রাজ্যের অধীশ্বর, একথাও, শুনিতে হুইল । মহানায়ক, আপনি কর্তব্যনিষ্ঠ, আপনি সাম্রাজ্যের মহাবলাধিকৃত, আপনি হয়ত নুতন সম্রাটের জন্য অপেক্ষা করিবেন, কিন্তু মুরারি বৃদ্ধ হইয়াছে, তাহাকে অবসর প্রদান করুন ।” ঈষৎ হাস্ত করিয়া বন্ধুবৰ্ম্ম কহিলেন, “মুরারি পত্রপাঠ কর।” মুরারি পড়িল, “মাগধ আৰ্য্যসঙ্ঘের আদেশে" লিখিত। পরমেশ্বর পরমবৈষ্ণব পরমমাহেশ্বর, পরমভট্টারক, মহারাজাধিরাজ ত্রপুরগুপ্তদেব