পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্দ্দশ পরিচ্ছেদ ぐb ○ হইল ?” “মুরারি, এ প্রশ্নের উত্তর বন্ধুবৰ্ম্ম দিতে পারিবে না, হরিবলকে জিজ্ঞাসা করি ও ; পরপারে মাগধসঙ্ঘের নায়ুকগণের দর্শন পাইবে, তাহাদিগকে জিজ্ঞাসা করিও । মাগধ আৰ্য্যসঙ্ঘের পত্র পাঠ করিয়াছ ? তোমার সজঘনায়কগণ বলিয়াছে, কুণরাজ আমাiবত্তে পদার্পণ করিলে অঞ্চ আযাবৰ্ত্ত তাহাকে প্রদত্ত হইবে । কেন তাঙ্গ জান ? ইহা গুপ্তসাম্রাজ্য বিনাশের মূল্য । মুরারি, বিষ্ণুর অংশাবতার স্কন্দ গুপ্ত আর জগতে, নাক, সেইজন্য মগধ আর আযাবত্তে প্রতিষ্ঠা লাভ করিবে না। স্কল গিয়াছে, মহারাজপুত্র গিয়াছেন, বৈষ্ণব অভিজাতসম্প্রদায় গিয়াছে, আয়াসত্তেঘর মনস্কামনা পূর্ণ হইয়াছে। হে সদ্ধান্ম, স্বদ্ধৰ্ম্মের উন্নতির পথ নিষ্কণ্টক, দেশ, ধৰ্ম্ম, পূরস্কৃতি বিসজ্জন দিয়া, মাগধ সাম্রাজ্য অতল জলধিজলে নিক্ষেপ করিয়া, তাহার পরিবৰ্ত্তে আৰ্য্যসজঘ সদ্ধয়ের উন্নতির প্রার্থনা করিয়াছিল, সে প্রার্থন পূর্ণ হইয়াছে। আবার কেন সাম্রাজ্যের নাম করিতেছ ? মাগধ ভারতে সৰ্ব্বত্র পূজিত ছিল কেন জান ? সে আত্মশোণিতে ভারতের কলঙ্ককালিমা ধৌত করিয়াছিল, যুগের পর যুগ প্রাণ দিয়া ভারত রক্ষণ করিয়াছিল, সেইজন্ত হিমাচল হইতে কুমারক পর্য্যন্ত ও সমুদ্র হইীে সমুদ্র পর্য্যন্ত মাগধ সৰ্ব্বত্র পূজিত। অতীত সুগের মাগধ ভবিষ্যতে সৰ্ব্বত্র অচ্চিত হইবে, কিন্তু বৰ্ত্তমানের মাগধ আত্মবিশ্বত হইয়াছে, মাগধ ভারত বিস্কৃত হইয়াছে, অতএব ভারত মাগধ বিস্তুত হইবে, সুতরাং মাগধ সাম্রাজ্য লুপ্ত হইবে। বিলম্বে প্রয়োজন নাটু, মুরারি, তৃণসেন নিকটে আসিয়াছে । চল, ভিতরে যাই ।” o “আচার্য্যের ব্যবস্থা কি করিব ?” “ছাড়িয়া দাও।” “আমি ত শরশয্যা ব্যবস্থা করিয়াছি ?” “হে সদ্ধান্ম, একবার বৈষ্ণবের কথা শুন ।” মুরারি অদ্ধমৃত আচার্য্যের হস্তে পত্র ফিরাইয়া দিয়া কহিল, “যাও, তুমি মুক্ত”। সে বন্ধুবৰ্ম্মার দিকে ফিরিয়া কহিল, “মহানায়ক, মরিয়া যেন তোমার মত বৈষ্ণব হই, চল কোথায় যাইবে।” を

ිෆ