পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ পরিচ্ছেদ లిy(t “মুরারি, দেখিলে ?” সেই নৈশ অন্ধকারে পঞ্চসহস্র মাগধ অশ্বারোহী স্কন্দ গুপ্তের দর্শনমানসে নগরচার নগরের আশ্রয় পরিত্যাগ করিয়া বন্ধুর পাৰ্ব্বত্যপথ অবলম্বন করিল, তাঙ্গদের ইতিহাস এখনও জগতে অজ্ঞাত । মাগধ আর কখন ? উত্তরাপথের তোরণ রক্ষা করিতে আসে নাই । পঞ্চদশ পরিচ্ছেদ প্রতিষ্ঠানের লুব্ধ দারুণ গ্রীষ্ম, রাত্রি শেষ হইয়াছে, বায়ুর লেশমাত্র নাই, জগৎ স্তব্ধ । বহুদিন মধ্যদেশে এত অধিক গ্রীষ্ম অনুভূত হয় নাই—উীষণদর্শন প্রতিষ্ঠান দুর্গের পাযাণময় প্রাকার তথন ও তপ্ত । সেই তপ্ত পাষাণ প্রাকারের উপরে বসিয়া জনৈক খৰ্ব্বাকার পুরুষ পলকবিহীন নেত্রে গঙ্গাযমুনাসরস্বতীসঙ্গমে তরঙ্গলহরী দেখিতেছিল। তখনও অন্ধকার সম্পূর্ণরূপে দূরীভূত হয় নাই, পূৰ্ব্বগগনে উষাগমনের শুভ্ররেখামাত্র দেখা দিয়াছে, বিনিদ পুরুষ,— অঙ্কুটস্বরে বলিতেছিল, "লি নাই, ভূলি নাই, গত জীবনে—” প্রাকারের নিয়ে দুর্গাভ্যন্তরে তখন ও ঘন অন্ধকার, সেই অন্ধকার হইতে কে বলিয়া উঠিল, “ভুল নাই ? মঙ্গরাজ, কবে ভুলিবে ?” স্কন্দ গুপ্ত কছিলেন, “কৰে ভুলিব, তাছা যদি জানিতাম, চক্র, তা হইলে দেবত হইতাম। ভানু সত্যই বলে মানুষ যখন মরণ চাহে মরণ তখন দূরে পলাইয়া যায়।” “মঙ্গরাজ, তুমি মরিলে আর্য্যাকৰ্ত্ত রক্ষা করিবে কে ?” “যাহার আর্য্যাবস্তু সেই রক্ষা করিবে, চক্র ; আমার দ্বারা পিতৃভূমি শক্রকরকরলমুক্ত হয়, ইহা বোধ হয় তাহার বাঞ্ছিত ક્ર চক্র, গত জীবনে কত তৃষ্ণাৰ্ত্তের বারি ጏ ቇ