পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ به رع পুত্র গোবিন্দ গুপ্তের নিকটে যাইতেছেন, সে সংবাদ আপনার নিকট উপস্থিত করা উচিত ।” 鬱 “কি সংবাদ ?” “বাহুলীকে ও কপিশায় প্রজাবর্গের মনে আতঙ্গ স্তিত হইয়াছে। তৃণজাতির নাম শুনিয়াছেন কি ?” “না, তাহার। কি BB S SSBBBB SBBB S BBBBB BBB BBB BBB BB অধিকারে দৃষ্ট হয় নাই, তাঙ্গর আর্য ও নহে শক ও নহে।” “তবে কি ?” সগ্ৰন্থবির এতক্ষণু নীরব তই বসিয়াছিলেন, তিনি দেখিলেন যে, এই সুরাবিহবল বিষয়ুপতির মস্তিক্ষে তৃণ-বিপ্লবের সংবাদ প্রবিষ্ট করণ সহজসাধ্য নহে । তিনি কহিলেন, “বোপ তয় মহানদীর নাম, শুনিয়াছেন ?” “ঠা ” “পঞ্চাশদ্বর্ষ পূৰ্ব্বে তৃণ নামক এক বৰ্ব্বরঞ্জাতি উদ্ভর কুরু দেশে আর্ম্যাধিকার লোপ করিয়া সদ্ধষ্মের বিনাশসাধন করিয়া নুতন রাজা প্রতিষ্ঠা করিয়াছে। কিছুকাল পূৰ্ব্বে খিখিলনামক এক ভূণরাজ মহাচীন হইতে পারসিক সাম্রাজ্যের সাম পর্যন্ত স্বীয় অধিকার বিস্তার করিয়াছেন।” “খিছিল এখন বাঙ্গলাক ও কপিশ আক্রমণ করিতে উদ্যত ইষ্টয়াছেন নাকি !” “ই৷ ” “তাহাতে আঁর আমি কি করিব ? বাহুলাক বহুদূর, আর আমার ক্ষমতা ও সামান্ত ” “আমি বালীক রক্ষার জন্য আপনার নিকট সাহায্য প্রার্থনা করিতে আসি নাই ।” “তবে কি ?” “তৃণজাতি যদি মহানদী পার হইতে সমর্থ হয়, তাড়া হইলে পুরুষপুর অবিলম্বে আক্রান্ত হুইবে, আপনি এখন হইতে,সুদ্ধের জন্য প্রস্থত ইউন ৷” "বাম্বলীক ও কপিশা অধিকার করিয়া তবে ত গান্ধার ও উষ্ঠান আক্রমণ করিবে ? তাহার এখনও বহু বিলম্ব আছে।” “ভট্টারক, বহুদিন পুরুষপুর নগরে বাস করিতেছি, নাগরিকগণের ইষ্টচিন্তাই আমার জীবনের কৰ্ত্তব্য, সেই জন্ত অসময়ে আপনাকে বিরক্ত করিতে আসিয়াছি । শত সহস্ৰ নরনারীর জীবনরক্ষার ভার আপনার হস্তে ন্তস্ত রহিয়াছে, আপনি যদি এখন হইতে,চেষ্টা করেন তাহা হইলে নগর রক্ষা হইতে পারে।