পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ 8ぬ করণিক তাঙ্গর নাম লিখিয়া লইয়া জিজ্ঞাসা করিল, “তুমি কি অপরাধে অভিযুক্ত হইয়াছ ?” ভয়ে অৰ্দ্ধমৃত ব্রাহ্মণ কহিল, “তাহ"ত জানি না, —আমি কোন অপরাধ করি নাই ।” তাহার সঙ্গী দেীবারিক কহিল, “এই ব্যক্তি প্রাসাদসীমা-মধ্যে প্লুত হইয়াছে, সম্ভবতঃ ইতার অপরাধ রাজদ্রোহ ।” করণিক তাঙ্গই লিপিবদ্ধ করিল। . দেীবারিক তখন ব্রাহ্মণকে কারাগুহে কতকগুলি সামান্ত চোরের সহিত আবদ্ধ করিয়া চলিয়া গেল । প্রাসাদের কারাগৃহ একটি ক্ষুদ্র পাষাণ নিৰ্ম্মিত কক্ষ, তাহীতে একটি মাত্র দ্বার ও দুইটি ੋ গবাক্ষ । গবাক্ষদ্বয়ের শক্তহস্ত নিম্নে একটি ক্ষুদ্রা স্রোতস্বিনী ছিল বলিয়া রাজপুরুষগণ কখনও ইহাতে লৌহ কালকের প্রয়োজন অনুভব করেন নাই । সেই গৃহে ঋষভের আগমনের পূৰ্ব্বে চতুদশ জন বন্দী একত্র হইয়াছিল । ঋষভ কক্ষে প্রবেশ করিলে দেীবারিক দ্বার বন্ধ করিয়া চলিয়া গেল । যখন তাহার পদ-শব্দ আর শুনিতে পাওয়া গেল না, তখন একজন বন্দী বক্লিয়া উঠিল, “এইবার হ২ষাছে।” রাহ্মণ ব্যাকুল তইয়া জিজ্ঞাসা করিল—“কি হইয়াছে ?” পূৰ্ব্বোক্ত বন্দী কঠিল, “আমাদিগের বস্ত্র ও উত্তরায়ের দ্বারা রজ্জ্ব নিৰ্ম্মাণ করিয়া গবাক্ষপথে পলায়ন করিব স্থির করিয়াছি।” এই বলিয়া সে ব্যক্তি তাহার শতছিন্ন মলিন উষ্ণীষ ঋষভদেবের গাত্রে নিক্ষেপ করিয়া তাতাকে তাঙ্গ পরিধান করিতে কহিল । ভয়ে জ্ঞানশূন্ত ব্রাহ্মণ বিনা বাক্যব্যয়ে তাহার আদেশ প্রতিপালন করিল। তখন ত্রিংশংখণ্ড বস্ত্র ঃ উত্তরায়ের সাহায্যে রঞ্জ নিৰ্ম্মিত হইলে বন্দিগণ গবাক্ষপথে নিঃস্থত হইয়ু পলায়ন করিল। তাহাদিগের নেতা বহুকষ্ট্রে গবাক্ষপথে ঋষভদেবের স্থূলদেহ নিস্ক্রান্ত করাইয়া সৰ্ব্বশেষে স্বয়ং নির্গত হইল। স্বাধীনতা লাভ করিয়া বন্দিগণ স্ব স্ব অভীষ্ট স্থানে প্রস্থান করিল, কিন্তু অসঙ্গয় ব্রাহ্মণ কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া দাড়াইয়া রহিল। তাহ দেখিয়া পুৰ্ব্বোক্ত নেতা তাহাকে জিজ্ঞাসা করিল, “তুমি नैड़िाईयू রছিলে যে ?” ব্রাহ্মণ দীর্ঘনিশ্বাস পরিত্যাগ 8