পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abr করুণা দামো । কোথায় সাক্ষাৎ হইবে ? গোবিন । কুকুটারামের নিকটে—নগরোপকণ্ঠে । দামো । কখন ? গোবিন্দ । অদ্য নিশীথে । দামো । কৃষ্ণগুপ্তকে সংবাদ দিয়াছ ? গোবিন্দ । না, তাহা হইলে কথা গোপন থাকিবে না । স্কন্দ । পিতামহ, পিতৃব্য একাকী যাইতে চাহেন, ইহা কি উচিত হইবে ? a · গোবিন্দ ৷ স্কন্দ, আমি একাকী যাইব না, আমার সহিত বিশ্বস্ত নাগরিক সেনা থাকিবে । দামো। নাগরিক সেনা কি ? সাম্রাজ্যে ত এরূপ সেনাদল নাই ? গোবিন্দ । পরে বলিব, অনেক কাৰ্য্য আছে, এখন বিদায় । বাহলীকরাজ-পুরোহিত কি সংবাদ আনিয়াছেন ? দামো । তোমার অনুমান সত্য । গোবিন্দ । কল্য মন্ত্রণা-সভা আহবান করিতে হইবে । স্কন্দ। কল্যই ? গোবিন্দ । হয় ত পরশ্ব আমাকে জালন্ধরে ফিরিতে হইবে । পিতৃব্য, রজনীর তৃতীয় প্রহরে আমি আপনার শয়নকক্ষে আসিব, যদি ফিরিতে বিলম্ব হয় তাহা হইলে মহাপ্রতীহারকে আদেশ করিবেন যে, কল্য নগরদ্বার রুদ্ধ থাকিবে। স্বৰ্য্যোদয়ের পূৰ্ব্বে যদি আমার সংবাদ না পান তাত৷ হইলে কপোতিক সঙ্ঘারামে তথাগত গুপ্তের সন্ধান করিবেন। দামো । সে কে গোবিন্দ ? গোবিন্দ। শকযুদ্ধের প্রাচীন সেনা, আমার পুরাতন ভূত্য—মুরারি।