পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ br> ,\ মস্তকটা স্বন্ধের উপর থাকিতে চাহে না, তাহার উপর স্বয়ং মহাদেবী অর্থাং সন্ত্রীটের জ্যেষ্ঠ পত্নীর সহিত কথা কহিতে হইবে—” t এই সময়ে মণ্ডপ হইতে মহাদেবী পুনরায় জিজ্ঞাসা করিলেন, "করুণ, তোরা কি করিতেছিস্ ?” ঋষভদেব ভীষ্ট হইয়া কছিলেন, “ঠাকুরাণি, তুমি শীঘ্ৰ যাও কথাটা আমার উদরের ভিতর লম্ফপ্রদান করিতেছে।” “দেখ ঠাকুর, তুমি যদি মাতাকে এই কথা বল, তাঙ্গ হইলে তোমাকে তিন বৎসর পাটলিপুত্রে রাখিয়া দিব।” “দোহাই তোমার ঠাকুরাণ, তাহা সুইলে তোমার ব্ৰহ্মহত্যার পাতক হইবে ! আমি এখনই ভালুমিত্রের সন্ধানে যাইতেছি, কিন্তু—কিন্তু যদি পথ ভুলিয়া যাই ?” * করুণাদেবী উচ্চ হান্ত করিয়া উঠিলেন। অরুণাদেবী মণ্ডপ হইতে মন্দিরের দিকে আসিয়া জিজ্ঞাসা করিলেন, “দিদি, তোর হইল কি ? পাগল হইয়াছিস্ নাকি ?” জ্যেষ্ঠ অঞ্চলে মুখ ঢাকিয়া কনিষ্ঠার নিকটে গেলেন। কনিষ্ঠ জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে বল না ?” জ্যেষ্ঠ হাসিয়াই আকুল ঋষভদেব তখন অগ্রসর হইয়া কহিলেন, “ঠাকুরাণি, হাস কেন ?” জোষ্ঠী বহুকষ্ট্রে হাস্তসম্বরণ করিয়া কহিলেন, “অরুণা, ঠাকুর বলে যে, সে অন্তঃপুরের বাহিরে গেলেই পথ ভুলিয়া যাইবে।” দুই ভগিনী এক সঙ্গে হাসিয়া উঠিলেন। মহাদেবী পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিলেন, “তোদের হ’ল কি ?” অরুণা হাসিতে হাসিতে বলিল, “মা, ঠাকুর বলে য়ে সে অন্তঃপুরের বাহির হইলেই পথ ভুলিয়া যাইবে । - মহাদেবী । সে কি ঠাকুর, পথ ভুলবেন কেন ? ঋষভ | সত্য দেবি, গত রজনীতে তৃতীয় যামে মহারাজ-পুত্রের সহিত প্রাসাদে ফিরিয়াছি, তখন যদি মহারাজ-পুত্র সঙ্গে না আসিতেন, তাহা হইলে কোন মতে অন্তঃপুরে ফিরিতে পারিতাম না।