পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ br○ •". মহাদেবী । ঠাকুর, কি বলিতেছেন ? § ঋষভ । আমি মিথ্যাকথা বলিব না। ঠাকুরাণী আমায় ভানুমিত্রের সন্ধানে পাঠাইতেছিলেন, আমি সেই জন্যই বলিয়াছিলাম যে অন্তঃপুর হইতে বাহির হইলেই পথ ভুলিয়। যাইব । & অরুণা হাসিয়া উঠিলেন, মহাদেবী হাস্থ্য গোপন করিবার জন্ত মুখ ফিরাইলেন। করুণা বস্ত্রাঞ্চলে মুখ ঢাকিয়া কহিলেন, “ঠাকুর, কেন মিথ্যা কহিতেছ ?” 總 ঋষভ । ঠাকুরাণ, তোমাকে ত তখনই বলিয়ছিলাম যে রাজা মহারাজ দেখিলেই আমি ভয়ে দিগ্বিদিক জ্ঞান-শূন্ত হইয়া যাই। দোহাই মুহাদেবি, আমি প্রভাতে গোবিদের মন্দিরে দাড়াইয়া মিথ্যা কহি নাই। অরুণা। ঠাকুর, পাটলিপুত্রে থাকিবেন কেন, গৌড়ে ফিরিবেন না ? ঋষভ । অদৃঃে নাই। ঠাকুরাণ বলিয়াছে যে মহাদেবীর সম্মুখে এই কথা প্রকাশ হইলে আমাকে তিন বৎসর পাটলিপুত্রে বাস করাইবে । ব্রাহ্মণের অবস্থা দেখিয়া মহাদেবী কহিলেন, “ঠাকুর, আমি ভানুমিত্রকে অন্তঃপুরে আহবান করিতেছি, আপনার কোন চিন্তা নাই, আপনাকে অন্তঃপুরের বাহিরে যাইতে হইবে না।” মহাদেবী, করুণা ও অরুপা দেবীর সহিত গোবিন্দের মন্দির-প্রাঙ্গণ ত্যাগ করিলেন। ঋষভদেব অন্ত পথে শু্যাম মন্দির-প্রাঙ্গণে প্রবেশ করিলেন । শুাম-মন্দিরের মণ্ডপে জনৈক কাপালিক একুমনে জপে নিযুক্ত ছিল, স্তম্ভের অন্তরালে উপবেশন হেতু ঋষভদেব তাহাকে দেখিতে পান নাই । ব্রাহ্মণ নিকটবৰ্ত্তী হইলে কাপালিক ক্রুদ্ধ হইয়া কহিল, “ঐশ্বৰ্য্যগৰ্ব্বে মত্ত হইয়া দেবতার সম্মান বিশ্বত হইয়াছ, এ জীবনে আর পাটলিপুত্রে ফিরিতে হইবে না তাহা কি বিস্তৃত হইয়াছ ?” ব্রাহ্মণ স্তম্ভিত হইয় দাড়াইল । তাহার পর ধীরে ধীরে ফিরিয়া গিয়া মণ্ডপের বহির্দেশে চৰ্ম্মপাল্লুক রাখিয়া আসিল । কাপালিকের নিকট