পাতা:কর্ণানন্দ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম নির্যtল । సిలి এই গ্রন্থ কহিল নিশ্চয় ॥ সেই হৈতে সেই গ্রন্থ নিত্য পূজা করে । ভিতরের অর্থ কেহে বুঝিতে না পারে ॥ দৈবযোগে সেই গ্রন্থ শ্ৰীব্যাস চক্রবর্তী। সেই গ্রন্থ দেখি তার ফিরি গেল মতি ॥ ভিতরের অর্থ তাহা কিছু না বুঝিয়৷ বাহ অর্থ বুঝিল তাহ স্বকীয়া বলিয়া ॥ পূর্বে আছিল ইহেঁ। বড় বিজ্ঞবর। দৈবক্রমে তাহার হইল মতান্তর ॥ পূৰ্ব্বে যবে প্ৰভু মোর যাজি গ্রামপুরে । মোর ভ্রাতায় কহিলা কৃষ্ণলীলা বর্ণি বারে ॥ রাধাকৃষ্ণ লীলারস করিল বর্ণন । রসপদ্য গুণ শুনি জুড়ায় শ্রবণ ॥ শুদ্ধ পরকীয়া লীলা বর্ণন করিলা। যাহা অস্বtদিয়া লোক উন্মত্ত হইলা ॥ খেতরি মধ্যে ঠাকুর মহাশয় সঙ্গে । পদ অস্বিদিয়া ভাসে প্রেমের তরঙ্গে ॥ আমি সহোদর তার সঙ্গেতে রহিয়া । কৃষ্ণকথা-রস কহি আনন্দিত হইয়t ॥ হেন কালে তথা আইলা শ্ৰীব্যাসচক্রবর্তী । চারি জনে এক সঙ্গে রহি দিব রাতি ॥ তার মধ্যে তিহৈ কিছু বাদার্থ করিলা । তাহ শুনি চিত্তে মোর দুঃখ বড় পাইলা ॥ কহ দেখি তোমরা নিত্যস্মরণ-প্রক্রিয়া । কিরূপে করহ তাহt কহ বিবরিয়া । তবে ত আমরা স্মরণ-ব্যবস্থা কহিল । তাহ শুনি চিন্তে কিছু কুণ্ঠ উপজিল ॥ তবে ত কহিল এই পরকীয়া ভজন। স্বকীয়াতে প্রাপ্তি হয় শুনহ বচন ॥ শ্ৰীজীবের বাক্য এই অতি অনুপম । তাহতেই এই বাক্য আছে পরমণি ॥ মোর প্রভুর হৃদয় না বুবহু তুমি । নিশ্চয় করিয়া ইহা কহিলাম আমি ॥ ইহা শুনি তিন জনে বিচার করিল। প্ৰভু বুঝি মনোবৃত্তি ইহারে কহিল ॥ বড়ই সন্দেহ মনে বাড়ি গেল অতি । কি করিব বলি ইহা ভাবে দিন রাতি ॥ সাধন এক