পাতা:কর্ণানন্দ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

涂b4 কর্ণানন্দ | 尊 পাইলাম রসের সিদ্ধান্ত। নিজ প্রভুর মত এবে জানিল নিতান্ত ॥ তুমি মহাভাগবত তোমার কৃপা হৈতে । ব্রজের নিৰ্ম্মল ভাব জানিল নিশ্চিতে ॥ রামচন্দ্র কহে শুন বচন আমার । তোমারে কহিলাম এই সিদ্ধান্তের সার এ মনমাঝে ইহা তুমি করিবে গোপন। অন্যত্র প্রকাশ যেন ন হয় কখন । তুমি মহারাজ হও বিজ্ঞশিরোমণি । নিজ ছিয়া মাঝে তুমি বুঝহ আপনি ॥ আর এক কথা কহি শুনহ রাজন । জ্ঞান কৰ্ম্ম ছাড়ি কর ভাব অস্বাদন ॥ জ্ঞান কৰ্ম্মাদি হৈতে ইহ। কৰ্ভু প্রাপ্তি নহে। নিশ্চয় করিয়া ইহা কহিলাম তোহে ৷ তবে রাজা পুন রামচন্দ্র প্রতি কয় । কৃপা করি কহ তাঁহা ঘুচুক সংশয় ॥ ইবে কহ মোরে ভট্টগোস্বtমির মিলন । কিরূপে মহাপ্রভু সঙ্গে হৈল দরশন ॥ রামচন্দ্র কছে কহি শুনহ রাজন। কহিয়ে তোমারে আমি তাতে দেহ মন ॥ ঐীরুপ দক্ষিণতীর্থ কৈল পর্যটন । চৈতন্যচরিতামৃতে তাছে সকল লিখন ॥ মধ্যখণ্ডে দেখিহ নবম পরিচ্ছেদে । দক্ষিণের তীর্থযাত্রা করিহ আস্বাদে ॥ ব্যক্ত করি তার মাঝে নাম না লিখিল । গোপনে রাখিল তাতে প্রকাশ না কৈল ॥ তাতে এক লিখিলেন বচনের সার । শ্রবণ করাহ তুমি এই বার্তার সার ॥ চৈতন্যচরিতামৃতে এই ব্যক্ত হয় । গোস্বামির মিলন তাতে লিখিল নিশ্চয় ॥ "শ্রীবৈষ্ণব এক বেঙ্কট ভট্ট নাম। প্রভুর নিমন্ত্রণ কৈল করিয়া সম্মান ॥ নিজ ঘরে লৈয়া কৈল পাদপ্রক্ষালন । সে জল স্ব বংশ সহ করিলা ভক্ষণ i’ সংক্ষেপে এই বাক্য করিলা স্ফ টন। তাহার বৃত্তান্ত কহি তাতে দেহ মন ॥ মহাপ্রভু দক্ষিণতীর্থ করিতে করিতে ।