পাতা:কর্ণানন্দ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 S8 কর্ণানন্দ । £3 মিলন সম্পদ, তুয় সনে মিলব মোয় ॥ হেরি কাতর জন, কর কৃপা নিরীক্ষণ, নিজ গুণে পুররি আশে । তো বিনু নবঘন, বিন্দু বরিষণ, কেতোড়ই পাপিহা পিয়াশে ॥ তুহু সে কেবল গতি, নিশ্চয় নিশ্চয় অতি, মৰু মনে ইহ পরমাণে । কহই কাতর ভাসে, পুনঃ পুনঃ শ্ৰীনিবাসে, করুণায় কর অবধানে ॥১ তু হ গুণমঞ্জরী, রূপে গুণে আগরী,মধুর মাধুরী গুণধাম । ব্ৰজনবযুবদ্বন্দ্ব, প্রেমসেবা নিরবন্দ, বরণ উজ্জ্বল তনু শ্ৰাম ॥ কি কহব তুয়া যশ, রহসে তোহারি বশ, হৃদয় নিশ্চয় মঝুজানে। আপন অনুগ করি, করুণ কটাক্ষ হেরি, সেবা সম্পদ, কর দানে ॥ হোই বামন তনু, চাদ ধরিব যনু, মরু মনে ইহ অভিলাষে । এজন কৃপণ আতি, তুহু দে কেবল গতি, নিজগুণে পুরবি আশে ॥ মুৰ্দ্ধন্য অঞ্জলি করি, দর্শনে হ তৃণ ধরি, নিবেদছ বারহু বারে । শ্ৰীনিবাস দাস নামে, প্রেমসেবা ব্ৰজধামে, প্রার্থই তুয় পরিবারে ॥ ২ ॥ প্রভু যবে এই পদ করিলা বর্ণনে সবেই আনন্দ অতি পাইলেন মনে ॥ পদ শুনি সকলেই পরম হরিষে। শ্ৰীদাস গোস্বামী বড় পাইলা সন্তোষে ॥ ধন্য ধন্য বলি প্রভুরে করি, cলন কোলে । ভিজাইলা সব অঙ্গ নয়নের জলে ॥ শুন শুন শ্ৰীনিবাস পরম হরিষে। তোম। দেখিবার লাগি দুভাই আদেশে ॥ শ্ৰীকুণ্ড ছাড়িয়া আমি না যাই একক্ষণ । তোমা দেখিবারে লাগি এথা আগমন ॥ যেন শুনিলাম তেন, দেখিলু নয়নে । তোমার ভাগ্যের সীমা কহিব কোন জনে ॥ স্ত্রীরূপবিচ্ছেদে মেীয় শরীর জর জর । সনাতন বিচ্ছেদে মোর পুড়য়ে অন্তর ॥ দুভাই বিচ্ছেদে