পাতা:কর্ণানন্দ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w ষষ্ঠনির্যাস । যমুনীর তীর । কি করিতে কি না করি, সদাই ঝুরিয়া মরি, তিলে এক লাহি রহি স্থির ॥ 旁 আপনকার কথা ভাই কহিলা আপনে । তোমার ভূগ্যের কথা কহিব কোন জনে ॥ তোমার প্রতি প্ৰভু মোর করেছেন দীক্ষা । আমি আর কি কহিব তোমার প্রতি শিক্ষা ॥ এই ত কহিল ভাই কি কহিব আর । নিশ্চয় করিয়া সেব প্রভু পদ সীর ॥ তার কৃপায় তোমার এ দশ উপজিল । তোমার সঙ্গেত আসি বড় সুখ পাইল ॥ সংক্ষেপে কহিল এই রাজ প্রতি শিক্ষা । অনন্ত অপার তার কে করিবে লেখ। ॥ নির্জনেতে রহিয়ী রাজারে শিক্ষা দিল । এক মাস রহি রাজায় সব শুনাইল ॥ শিক্ষা করি এক গ্রাম কবিরাজে দিয়া । দণ্ডবৎ হইয় পড়ে ভূমে লোটাইয়ী ॥ রামচন্দ্র সঙ্গে রাজা পাইল আনন্দ । সদা কৃষ্ণকথা রসে রহিল। স্বচ্ছন্দ ॥ এই ত কহিল শ্ৰীআচাৰ্য্য গুণগাণ ॥ ভাগ্যবান জনে ইহা করয়ে শ্রবণ ॥ শুদ্ধ চিত্ত হইয় যেবা এই কথা শুনে । তার পদরজ কর মস্তকভূষণে ॥ ক্রীরামচন্দ্রপদে মোর কোটি নমস্কার'। যার মুখে শুনিলা রাজা সিদ্ধাস্তের সার ॥ দয়াকর অহে প্ৰভু রামচন্দ্রের নাথ । করুণা করিয়া প্রভু করহ কৃতার্থ। স্বগণে করুণা কর ঐআচাৰ্য্য ঠাকুর । জন্মে জন্মে হঙ তোমার উচ্ছিষ্টের কুকুর। কুকুর হইয়া রহিব সেই স্থানে । কভু যদি দয়া কর নয়নের কোণে ॥ দয়া কর অহে প্ৰভু সদয় অস্তরে। জন্মে জন্মে রহ যেন ভুয়া পরিকরে ॥ তোমার প্রতিজ্ঞ শুনি মনের উল্লাল। নিজগুণে দয়া কর পূর মোর আশ ॥ কৃপা কর অহে