পাতা:কর্ণানন্দ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q} কর্ণানন্দ । মনোরম ৷ লোমশ্রেণি যুক্ত তাতে প্রকৃষ্ট উদর । রক্তবর্ণ তুল্য যার পদ আর কর ॥ পূর্ণিমার চন্দ্র যিনি সুন্দর বদন । উন্নত নাসিক অীর সুন্দর দশন ॥ বিম্বফল জিনিয়া আধর মনোরম ৷ মনোহর শোভিয়াছে এ পদ্ম লোচন ॥ কুম্বুগ্রীব ক্ষীণ মধ্য মুকুঞ্চিত কেশ । উলট৷ কদলী উরু জানু সন্নিবেশ ॥ পট্টবস্ত্র পরিধান গলে পুষ্পমালা । চন্দনের পঙ্ক গায় দেখি স্বধাইল ॥ ইহেঁ। কিবা কামদেব অশ্বিনীকুমার। কিবা কোন দেবতা গন্ধৰ্ব্ব-পুত্র আর ॥ এইরূপে তার রূপ দেখি পুনঃ পুনঃ । কহিতে লাগিলা প্রভু কৃপা বাঢ়ে দুন ॥ হেন যে শরীর পেয়ে যদি কৃষ্ণ ভজে । তবে সে সফল তনু নহে বৃথা মজে ॥ কহে তা সভার সঙ্গী কহ দেখি ভাই । কোন গ্রামে বাটী ইহার রহে কোন ঠাঞি ॥ কোন জাতি কিবা নাম কহ বিবরিয়া। তাহ সব কহে কথা প্ৰণাম করিয়া ॥ /রামচন্দ্র কবিরাজ পরম পণ্ডিত । বাচস্পতি সম কেবা সরস্বতী খ্যাত ॥ সদ্বৈদ্য-কুলোস্তব যজস্বী প্রধান । মহা চিকিৎসক ইহেঁ। দিগ্বিজয়ী নাম ॥ কুমীরনগরে বাট খ্যাতি কীৰ্ত্তি নাম। শুনি প্রভু হর্ষে গেলা আপনার ধাম ॥/ প্রভু যত কহিলেন গাঢ় কর্ণ করে। শুনি কবিরাজ গেলা হর্ষে নিজ পুরে ॥ পরম স্থধীর কিছু উত্তর না দিল । প্রভুর চরণ মনে ভাবিতে লাগিল ॥ এইমতে কষ্টে দিন গোঙাইলা ঘরে । রাত্রিকালে আইলেন প্রভুর দুয়ারে ॥ এক দ্বিজগৃহে রাত্রি কষ্টে গেtঙtইলা । প্রভাতে প্রভুর পদে আসিয়া পড়িলা ॥ কান্দিতে কালিতে ভুমে গড়াগড়ি যায় । ছিন্নমূল বৃক্ষ যেন ভূমিতে