পাতা:কর্ণানন্দ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e কর্ণানন্দ। অপিয়া শকতি ॥ পরম পণ্ডিত তিহে প্রভুরে ধেয়ায় । র্তার প্রেম চেষ্টা গুণ বুঝন না যায় ॥ তার শিষ্য উপশিষ্য অনেক হইল । তবে প্রভু রঘুনাথ করে কৃপা কৈল ॥ রামকৃষ্ণ চট্টরাজ প্রভুর এক শাখা । তাহীর মহিমা গুণ কি করিব লেখা ॥ হরিনামে রত সদা লয় হরিনাম । সংখ্যা করি জপে নাম সদা অবিশ্রাম ॥ তার পুত্ৰ গোপীজনবল্লভ চট্টরাজ। বিখ্যাত আছেন যিহে জগতের মাঝ ॥ প্রভুতে পরম প্রীতি প্রভু দয়া করে । তাহার মহিমা কিছু নারি বর্ণিবারে ৷ তারে কৃপা করি প্রভু করি প্রসন্নত। যারে সমপিল কন্যা শ্ৰীল হেমলত ॥ শ্ৰীকুমুদ চট্টরাজ প্রভুর প্রিয় ভূত্য । প্রভুপদ বিনে যার নাহি আর কৃত্য ॥ তাঁর পুত্র শ্রীচৈতন্য নাম চট্টরাজ। প্রভুর কৃপাপাত্র র্ষিহে মহাভক্তরাজ ॥ উহারে করিলা দয়া সদয় হইয়া । যারে সমপিল কন্য। শ্ৰীল কৃষ্ণপ্রিয় ॥ রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায় চট্টরাজের জামাতা । ভঁtহারে করিলা দয়া লভি প্রসন্নত ॥ র্তাহার অনন্ত গুণ না পারি লিখিতে । সদাই নিমগ্ন রাধাকৃষ্ণের লীলাতে ॥ ॥ প্রভুতে পরম প্রীতি প্রভু প্রাণ র্তার ৷ সদা হরিনাম যিহো করে অনিবার ॥ দুই কন্যা চট্টরাজের দুই গুণবন্ত। সুস্নিগ্ধ মুরতি দুহে অতি শুদ্ধ শান্ত ॥ শ্ৰীমালতী প্রতি তবে প্রভু দয়া কৈল। প্রভু কৃপা পাই যিহে অতি ধন্য হৈল ॥ অীর কন্যা ক্রফুলবি নাম ঠাকুরাণী । তাহারে করিলা দয়া প্ৰভু গুণমণি ॥ তবে সেই কলানিধি চট্টরাজ নাম। সদা হরিনাম জপে এই তার কাম ॥ প্রভু কহুে তুমি চৈতন্যের প্রিয়তম । লক্ষ নাম জপ তুমি