পাতা:কর্ণানন্দ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । ' SY করিয়া নিয়ম ৷ প্রভুর পরম প্রিয় সেবক প্রধান । বৃন্দাবন চট্টরাজ প্রিয় ভূত্য প্রাণ ॥ কি কহিব ইহঁ। সবার ভজন প্রসঙ্গ কহিতে বাঢ়য়ে চিত্তে সুখান্ধি তরঙ্গ ॥ তথা বর্ণ বিপ্র প্রতি আতি শুদ্ধ দয়া । তাহারে করিলা দয়া সদয় হইয়া ॥ নাম শ্ৰীগোপাল দাস তীরে কৃপ। কৈলা । নিজ জাতি উদ্ধারিতে তারে অজ্ঞা দিলা ॥ কাঞ্চনগড়িয়া গ্রামে প্রভুর ভক্তগণ । একেক লক্ষ হরিনাম করেন নিয়ম ॥ দিবসে না লয় নাম রাত্রিকালে বসি । কেশে ডোর চালে বান্ধি লয় নাম বসি ॥ সবেই প্রভুর প্রাণ সবার প্রাণ প্রভু । অতি প্রিয় স্থান সেই না ছাড়য়ে কভু ! গোপাল দাস ঠাকুরের শিষ্য মহাশয় । শ্ৰীগোপীমোহন দাস মির্জাপুরালয় ॥ তিহো মহাভাগবত কি তার কথন । যার শিষ্য শুমদাস খড়গ্রাম ভবন ॥ প্রভু কৃপা কৈল গোবিন্দ চক্রবর্তী নাম । বাল্য কালেতে যিহে ভজন অনুপাম ॥ প্রেমমূৰ্ত্তি কলেবর বিখ্যাত যার নাম ॥ ভাবক চক্রবর্তী খ্যাতি বোরকুলি গ্রাম। তার শিষ্য উপশিষ্যে জগৎ ব্যাপিল । অtগে তাহ বাখানিব খ্যাতি যাহা হৈল ॥ তাহার ঘরণী সুচরিতা বুদ্ধিমন্ত । শ্ৰীঈশ্বরীর কৃপাপাত্রী অতি সুচরিত ॥ লক্ষ হরিনাম যিহে করেন গ্রহণ। ক্ষণে ক্ষণে মহাপ্রভুর চরিত্র কথন। শ্ৰীগোপালভট্ট আর ত্ররূপ সনাতন । আচাৰ্য্য প্রভুর পদ সদাই ভাবন ॥ ঠাকুরাণীর গুণ ব্যাখ্যা করিব বা কত। যাহাঁর ভজন রীত জগতে বিখ্যাত ॥ জ্যেষ্ঠ পুত্র রাজবল্লভ চক্রবর্তী নাম । তার গুণ কি কহিব অতি অনুপাম ॥ তাহীর চরিত্র কথা ন পারি কহিতে । প্রভুপদ