পাতা:কর্ণানন্দ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্ণানন্দ। "לל হইল। আনন্দে তাহার গৃহে বসতি করিল। বল্লবী কবিরাজ আদি সঙ্গেতে করিয়া । রাজার আলয়ে গেলা হৃষ্টচিত্ত হইয়। । রাজা প্ৰভু দেখি তবে আনন্দে উঠিয়া । অষ্টাঙ্গ হইয়া পড়ে তুলে লোটাইয়া ॥ প্রভু নিজ পদ তার মস্তকে ত দিল । আনন্দিত হইয় প্রভু আসনে বসিল ॥ পার্ষদগণের পরিচয় সকল কহিয়া । যথাযোগ্য সম্ভাষ করেন আনন্দ পাইয়া ॥ কৃষ্ণকথা আলাপন করি কত ক্ষণ । শুনিয়া রাজার হৈল উল্লসিত মন ॥ আনন্দের সিন্ধু রাজার উথলিল মনে । কে কে বলিয়। প্রভুর ধরিল চরণে ॥ জন্ম সার্থক হইল পাইল দরশন। সে পদ দর্শনে হয় বাঞ্ছিত পূরণ ॥ এই মত কতক্ষণ সভাতে রহিয়। বাসাতে আইলা প্রভু প্রসন্ন হুইয়া ॥ রাজা নিজালয়ে যাই বিশ্রাম করিলা । শয়নে থাকিয় রাজা ভাবিতে লাগিল। ॥ মনে করে কৃষ্ণসেবা করিব প্রকাশ । স্বপ্নে কালচাদ রূপে দেখে স্থপ্রকাশ ॥ তথা নিজ প্রভু রূপ রাজারে দেখায় । দুই প্রভু-শোভা দেখি অন্তরে ভাবয় ॥ দেখিতেই শোভা দোহার বর্ণন অচিরে । সুধারাশি খসে যার অক্ষরে অক্ষরে ॥ দুই প্রভুর দুই পদ করিল বর্ণন । যে পদ আস্বাদে বাঢ়ে প্রেমানন্দ ঘন ॥ স্বপ্নে পদ পঢ়ে রাজা রাণী যে শুনিয়া । গেtঙাইল সব নিশি কান্দিয়া কান্দিয় ॥ কিবা অদভুত পদ করিয়া শ্রবণ। ভাবেতে আবিষ্ট হৈল৷ পট্টদেবীর মন ॥ তবে রাজা জাগিলেন শয্যাতে বসিয়া । নিজ প্রভুর পাদপদ্ম হৃদয়ে ভাবিয় ॥ রূপ সনাতন বলি সঘণ ফুৎকার । শ্ৰীভট্ট গোসাঞি বলি করে হাহাকার ॥ জাগরণে মহারাজের স্থির নহে মন । যে দেখিল সেই রূপ অস্তরে