পাতা:কর্ণানন্দ.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३.b* কর্ণানন্দ । তার। মালিহাটি গ্রামে স্থিতি প্রেমহীন ছার ॥ করুণা চাহিয়ে তার চরণে পড়িয়া । কভু যদি দয়া হয় হৃদয়ে ভাবিয়া ॥ দেবকীভ{স কভু সেবা না করিল। তথাপি তাহার গুণে সে পদ ধরিল ৷ কাণুরাম চক্রবর্তী সেবক ভঁাহার। দপনারায়ণ চওঁীসিংহ দুই ভূত্য তার ॥ রামচরণ মধু বিশ্বাস রাধাকান্ত বৈদ্য । কতেক কহিব আমি নাহি তার বেদ্য । জগদীশ কবিরাজ আtর শিষ্য তার । রাধাবল্লভ কবিরাজের ভ্রাত ভক্তসার ৷ শ্ৰীগতি প্রভুর শিষ্য প্রধান তনয় । শ্ৰীকৃষ্ণপ্রসাদ ঠাকুর গম্ভীর হৃদয় ॥ শ্ৰীসুন্দরানন্দ আর শ্ৰীহরি ঠাকুর । তিন পুত্র শিষ্য তার তিন ভক্তশূর। তিন পত্নী মধ্যেতে কনিষ্ঠ যেই জন। তিঁহো ত হইল প্রভুর কৃপার ভাজন। সর্বজ্যেষ্ঠার নাম শ্ৰীসত্যভাম। যি হে ॥ স্ত্রীরাধামাধবকে কৃপা করিয়াছেন র্তিহে। ॥ জগদানন্দ ঠাকুর গতি প্রভুর সেবক । পরমমধুরাশয় গুণেতে অনেক ॥ তুলসীরাম দাসের পুত্ৰ শ্ৰীঘনশ্যাম । তাহারে করিল। দয়া হইয়। কৃপাবনে ॥ ঐকন্দপ রায় চট্ট গতি প্রভুর দাস । তার কীৰ্ত্তি গুণগান জগতে প্রকাশ ॥ শ্ৰীব্যাস কন্যার নাম শ্ৰীকনকপ্রিয়া । তাহরে করিলা কৃপা সদয় হইয়। ॥ জানকী বিশ্বাসপুত্ৰ শ্ৰীহাড়গোবিন্দ। কায়মনে সেবে দুহে প্রভুপদদ্বন্দ ॥ প্রসাদ বিশ্বাস পুত্র বৃন্দাবন দাস । প্রভুপদে নিষ্ঠীরতি পরম বিশ্বাস ॥ ব্ৰজমোহন চট্টরাজ ভঁর শিষ্য আর । শ্রীপুরুষোত্তম চক্রবর্তী আর শিষ্য র্তার ॥ আর শিষ্য প্রভুর জয়রামদাস নামে । মধুর চরিত্র বৈসে সোণারুন্ধি গ্রামে ॥ তার ভূত্য রাধাকৃষ্ণ আচাৰ্য্য ঠাকুর। ভজন-পরাকাষ্ঠী বড় গুণের প্রচুর ॥