পাতা:কর্ণানন্দ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস। مسیحیح ده بنا نه জয় জয় শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ ৷ জয়াদ্বৈতচন্দ্র জয় গেীরভক্তবৃন্দ । আর এক কথা কহি শুন মন দিয়া । কহিব রহস্য কথা শ্রবণ পূরিয়া ॥ যে কথা শ্রবণে হয় হৃদয়ে আনন্দ। কি কহিব সেই কথা মুঞি অতি মন্দ ॥ শুন শুন ভক্তগণ রামচন্দ্রের মহিমা । যার গুণকীৰ্ত্তনে চিত্তে উপজয়ে প্রেমী ॥ এক দিন মদীশ্বরী শ্ৰীল হেমলতা । কহিতে লাগিলা মোরে করি প্রসন্নত ॥ শ্ৰীমতীর মুখে আমি যে কথা শুনিল । শুনিয়া আমার চিন্ত প্রসন্ন হইল ॥ শ্রীরামচন্দ্র মহিমা সিন্ধু শ্রবণ পরশে । আনন্দে ভাসিল আমি মহাস্থখোল্লাসে ॥ প্রভুতে রামচন্দ্ৰে যেন একই শরীর। গম্ভীর আশয় যার মহাভক্ত ধীর । কিবা সে মাধুর্য্য রূপ চরিত্র মাধুর্য্য । যতেক শুনিল গুণ সকল আশ্চৰ্য ৷ প্ৰভু মনোবেদ্য স্ত্রীরামচন্দ্র কবিরাজ। ব্যক্ত হইয়া তাছে ইহা জগতের মাঝ ॥ জগৎ বিখ্যাত শ্রীরামচন্দ্র কীর্তিগণ । সুশীল গাম্ভীৰ্য্য অতি বিখ্যাত ভুবন ॥ ইহা কিছু ব্যক্ত করি করিব বর্ণন । তাপন পবিত্ৰ হেতু স্পর্শি এক কণ ॥ এক দিন বনবিষ্ণুপুরের বাড়িতে। বসিয়া আছেন প্রভু উল্লসিত চিতে ॥ দুই ঈশ্বরী দুই পাশে বসিয়া আছয় । আনন্দে প্রভুর রূপ নয়নে দেখয় ॥ আপনার ভাগ্য দুহে বহু প্রশংসিল । হেন প্রভুর পাদপদ্ম বহুভাগ্যে পাইল । তবে প্রভু কৃষ্ণকথা