পাতা:কর্ণানন্দ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* কর্ণানন্দ । ميرته কুশল বার্তা প্ৰভু তীরে কহিতে লাগিল ॥ কবিরাজ কহেন তোমার দরশন বিনে ৷ পদ দরশন বিনে কুশল কেমনে ॥ এখন মঙ্গল হুৈল পাইনু দরশন। কৃতার্থ হইনু আমি সফল জীবন ॥ হাতে ধরি প্রভু তবে কবিরাজে লঞা । নিকটে বসাইলা প্রভু আনন্দিত হইয়া ॥ কৃষ্ণকথা অtলাপনে কতক্ষণ গেল। দুহে দু’ছ দরশনে আনন্দ বাঢ়িল ৷ তবে কথক্ষণে দুহে স্নানাদি করিয়া । স্তব পাঠ করি দু হে আইলেন চলিয় ॥ ক্ষণে গৌরচন্দ্র বলি সঘনে ডাকয়। রূপ সনাতন বলি অশ্রযুক্ত হয় ৷ শ্ৰীভট্ট গোসাঞি বলি করেন ফুৎকার । মধ্যে মধ্যে “রাধাগোবিন্দ” করেন উচ্চার ॥ হেন মতে তাইলা প্ৰভু স্নান যে করিয়া । শ্রীবংশী বদনে অসি প্রণমিলাসিয়া ॥ বস্ত্রাদি পরিবর্ত করি তিলক অৰ্পণ । শ্ৰীকুণ্ড গোবৰ্দ্ধন বলি ডাকে ঘন ঘন ॥ তবে নিজ কীৰ্ত্তি করি আনন্দিত হইয়া । তুলসীরে জল দিতে গেল। হৃষ্ট হইয়া ॥ তবে শালগ্রাম সেবা করিয়া যতনে। অনেক মিষ্টান্ন আদি কৈলা নিবেদনে ॥ মুখবাস দিয়া তবে আরতি করিল। অঙ্গনে অলিয়। বহু পরণাম কৈল ॥ গৃহে ত আসিয়া প্রভু প্রসাদ সেবা করি। কবিরাজে শেষ দিল বহু কৃপা করি ॥ তবে দুহে বসিলেন মহানন্দ সুখে। আশ্চর্য্য সে সব কথা কহিব বা কাকে ৷ তবে ত আমরা দুহে রন্ধন করিয়া । নানা অন্ন ব্যঞ্জন কৈলু অনিন্দ পাইয়া ॥ রন্ধন প্রস্তুত হইল প্রভুকে কৈল নিবেদন। শালগ্রাম আনি তবে করাইল ভোজন ॥ মন্দির লইর পুন করাইল শয়ন। মন্দ মন্দ করি তবে করেন ব্যজন ॥ তার পরে প্রভু তবে অঙ্গনে আসিয়া। পরণাম কৈল বহু