পাতা:কর্ণানন্দ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ' 8? লম্ফিয়া পড়িল৷ প্ৰভু সৰ্প ষে বলিয় । সর্প দেখ কবি, রাজ নয়ন ভরিয়া ॥ কবিরাজ কহে প্রভু সপ এহি হয় । দেখিল দেখিল প্রভু করিয়া নিশ্চয় ॥ তার পর কতক্ষণ ভ্রমণ করিয়া । সপ নহে বড়, এই দেখি নিরখিয় ॥ কবিরাজ কহে ইহা সত্য হয় প্রভু। বড় হয়ে সর্প ইহা নাহি হয় কভু ! আমরা বলিয়৷ ইহা করি নিরীক্ষণ । দু হ রূপ শোভা দেখি জুড়ায় নয়ন ॥ এই মত দুই জনে আনন্দিত হৈয় । গৃহ মাঝে দুই জন বসিলেন গিয়া । আমরা দুহে মিলি তবে করি অনুমান । বুঝিলাম রামচন্দ্র গুণের নিধান ॥ তার পরে আমরাত আছিয়ে নির্জনে । হেন কালে প্ৰভু তথা কৈলা আগমনে ॥ আসিয়া কহেন কথা মধুর করিয়া । শুন শুন তোম দু’হে কহি বিবরিয় ॥ নয়নে দেখিলে এবে রামচন্দ্রের গুণ । ইহার দৃষ্টান্ত কহি শুন দিয়া মন ॥ “পূৰ্ব্বে দ্রোণাচাৰ্য্য সব শিষ্যগণ লইয়া । অস্ত্র শিক্ষা করায়েন আনন্দে বসিয় ॥ দুর্য্যোধন আদি করি যত সহোদর। যুধিষ্ঠির আদি করি পঞ্চ সহোদর ॥ কত দিন সবাকারে অস্ত্র শিক্ষা দিয়া । আজি পরীক্ষা লইব সবtয় কহিল হাসিয়া ॥ এত বলি এক বৃক্ষ অতি উচ্চতর। এক পক্ষী রাখিলেন তাহার উপর ॥ ক্রমে ক্রমে সবারে গুরু কছেন ডাকিয়া । -অস্ত্র মারহ পক্ষীর.নয়ন তাকিয় ॥ এক চক্ষে মার বাণ আর চক্ষে যায় ৷ এইমত কথা গুরু কহেন সবtয় ॥ দুর্য্যোধন আদি করি যত সহোদয় । ধনুৰ্ব্বাণ লৈয় আইলা হরিষ অন্তর ॥ একে একে সবে তবে ধনুৰ্ব্বাণ লৈয় । বিন্ধিবার তরে ভাই লেন সন্ধান পূরিয়া ॥ ধনুকে সন্ধান বাণ করিলেন যবে । কি [ ७ ]