পাতা:কর্ণানন্দ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8३ কণtণপদ । দেখিতে পাণ্ড প্ৰেtণ ডাকি কহে তবে ॥ ধনুকবাণ হাতে করি কহে শিষ্যগণ বৃক্ষ দেখি ডাল দেখি কহিল বচন ॥ ক্রোধ করি দ্রোণ তবে কহেন উত্তর। বসিয়া ত রহগিয়া লৈয়া ধনু শর । এইমতে সবাকারে করিয়া পরীক্ষা । তোমাদের নহি বেক ধনুকের শিক্ষণ ॥ পশ্চাতে ডাকিয়া দ্রোণ বলিল অৰ্জুনে। সন্ধান পূরিয়া বীর আইল তৎক্ষণে ॥ গুরু প্রণমিয়া বীর ধনুক লইয়া । বিন্ধিবার তরে গেল। আনন্দিত হৈয়া ॥ ডাকিয়া কহেন বীর অর্জনের প্রতি । কি দেখিতে পাও তাছা কহ শুদ্ধমতি ॥ অৰ্জ্জুন কহেন গুরু পক্ষ মাত্র দেখি এবে পক্ষ নাহি দেখি দেখি মাত্র আঁখি ॥ দ্রোপ কছে মার বাণ পুরিয়া সন্ধান । তাকিয়া বিন্ধহ বাণ পক্ষের নয়ন ॥ তবে ত অৰ্জ্জুন বীর বtণ ছাড়ি দিল । এক নেত্ৰে ফুটি বাণ অন্য নেত্রে বহির হৈল ॥ ধন্য ধন্য বলি দ্রোণ কহেন ডাকিয়া । কহিতে লাগিলা সব শিষ্য নিরখিয় ॥ বৃক্ষ নাহি দেখে বীর দেখে মাত্র পক্ষ । পক্ষ নাহি দেখে পুনঃ দেখে মাত্র চক্ষ । আমি যে কহিলাম তাহ দেখিতে সে পায় । বৃক্ষকে না দেখিবেক বৃক্ষের কিবা দায় ৷ তবে ত অৰ্জুন পুন গুরুকে প্রণমিয়া । শিষ্যগণ মাঝে যাই বসিলেন গিয় ॥ আনন্দে পূর্ণিত হইলা দ্রোণীচার্য্যের মন । পুনঃ পুনঃ এই বাক্য কহে ঘন ঘন তুমিল্লাহ ভামার সম হও সৰ্ব্বথায় । এমত অদ্ভুত কাৰ্য্য না দেখিয়ে কায়। হইতে প্রিয় সব শিষ্য তুমি যে আমার । অন্যথ। নাহিক আমি কৈল সরোদ্ধার ॥ শুনিয়াত দুৰ্য্যোধন বিষন্ন হৈল মনে । দুঃখচিত্ত হৈলা রাজী ভাবে মনে মনে ॥”