পাতা:কর্ণানন্দ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্ধাস । ' 8& ইহা কহি আনন্দ পাইলা প্রভু মনে । রামচন্দ্র গুণ গান বুঝি দেখ মনে ॥ আমি যে কহিল তাতে নাহি অন্যথায় । ভোজন করিল। অজিল মানি সৰ্ব্বথায় ॥ অীর দেখ বড়, এক আছিল অঙ্গনে। সৰ্প কহিলাম তাতে সর্প করি মানে ॥ পুনঃ কহিলাম সর্প নহে বড় হয় । কবিরাজ কহে বড় এইত নিশ্চয় ॥ তোমরা দুই জনে ইহা বুঝ মন দিয় । কহিতে লাগিলা প্রভু আনন্দ পাইয় ॥ সন্দেহ ঘুচিল এবে কহ বিবরণ । প্রভুকৃপায় হৈল মেীর সন্দেহ ছেদন ॥ তোমার কৃপা বিন ইহা জানিব কেমতে । জানিলাম তামিরা এবে চিত্তের সহিতে ॥ প্রভু কহে আজি হৈতে তোমরা ভাগ্যবান । দেখিলে শুনিলে রামচন্দ্রের গুণগ্ৰাম ॥ দ্রোণtচার্য্য শিষ্যমধ্যে যেমন ফাস্তুণি তে মতি রামচন্দ্রের বুঝহ অনুমানি ॥ রামচন্দ্র গুণসিন্ধু মহিমা তাপার। কহিলাম তোমারে তামি করি সরোদ্ধার ॥ মোর গণে যে লইবে রামচন্দ্রের মত। সেই যে আমার গণে হইব মহত ॥ রামচন্দ্র নরোত্তম নয়ন যুগল । নেত্র বিনা শরীরের সকল নিষ্ফল ॥ যেন রামচন্দ্র গুণ তেন নরোত্তম । দুই জনে ভেদ নাহি দুহে এক সম ॥ এ দেহের মৰ্ম্ম জলে কবিরাজ গোবিন্দ । আর সে জানিল ইহা চক্রবর্তী গোবিন্দ ॥} যেই .জন লইবে রামচন্দ্র অনুসার । সেই সে পাইবে রাধাকৃষ্ণলীলাপার ॥ মঞ্জরীর যুথ মাঝে পরকীয়া মতে। বৃন্দাবনধাম প্রাপ্তি হইব নিশ্চিতে ॥ তোমরা শুনহ ইহ মনের সহিতে । নিশ্চয় করিয়া ইহা কহিলাম তোতে ॥ কহিতে কহিতে

  • ফাস্তুণি-অৰ্জুন