পাতা:কর্ণানন্দ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ' 8ఏ জনূপরে অর্পণ করিয়৷ ৷ মন্দ মন্দ করিতেছেন পাদসম্বাহন । সেবন করয়ে দুহে স্থখাবিষ্ট মন ॥ কতক্ষণ ব্যতিরেকে স্ত্রগুণমঞ্জরী । শ্ৰীমণিমঞ্জরী প্রতি কটাক্ষ সঞ্চারি ॥ ঈঙ্গিতে কহিলেন তুমি পদদেব কর । আইস আইস সখী বলি কহেন বীর বীর ৷ তবে মণিমঞ্জরী শ্রীচরণস্পশিয়া । পদ সেবা করে চিত্তে সন্তোষ পাইয়া ॥ দেখিয়া ঐ রূপমঞ্জরী হৃদয়ে তাiনন্দ ॥ কহিতে লাগিলা কথা করি মন্দ মন্দ ॥ তোমার নিমিত্ত রাধ চৰ্ব্বিততামূলে। বান্ধী আছে এই দেখ আমার আঁচলে ॥ লইল অধরশেষ যতন করিয়া । কত সুখ উপজিল প্রসাদ পাইয়া ॥ নিজসখী লাগি কিছু আঁচলে বান্ধিল ৷ শ্ৰীগুণমঞ্জরী দেখি সন্তোষ পাইল ॥ এথ। শ্ৰীমতী দণ্ড দুই অপেক্ষা করিয়া । বস্ত্রেতে আবৃত তাতে প্রবেশিল। গিয় ॥ বাহিরে রহিল যত প্রভুর ভক্তগণ । শ্ৰীমতী সবার প্রতি কহেন বচন ॥ সবে মেলি উচ্চ করি কর হরিধ্বনি । আনন্দিত হইয়া এই কহিলেন বাণী ॥ তবে ঠাকুরাণী দুই জনেরে দেখিয়া । দুই জনে ভাবে মগ্ন আছেন বসিয় ॥ মনে ত জানিল দু হার অদ্ভুত চরিত । দেখিয়া ত ঠাকুরাণী পাইলা বহুপ্রীত ॥ তবে শ্ৰীমতী প্রভুর কর্ণে উচ্চ ত করিয়া । হরিধ্বনি করে চিত্তে আনন্দ পাইয়t ॥ বাহিরেতে সবে মেলি করে হরিধ্বনি । হরিধ্বনি বিনা আর কিছুই না শুনি ॥ এইমত বহু বেরি করিতে করিতে । হরিধ্বনি প্রবেশিলা প্রভুর কর্ণেতে ॥ প্রবেশিতে হরিনাম বাহ পাইল চিত্তে। হুহুঙ্কার করি প্রভু উঠে অচিথিতে ॥ বাস্থ্য যে পাইয়া প্রভু ইতি উতি চায় । যে দেখিতে [ a 1