পাতা:কর্ণানন্দ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(:ર কর্ণানন্দ । জানিলু নিশ্চিত ॥ শুন প্রভু দয়াময় গুণের সাগর। না জানে চরিত্র তোমার বাক্য অগোচর ॥ দয়া কর তাহে প্রভু লইলু স্মরণ । ভাল মন্দ না জানিয়ে কৈল নিবেদন ॥ আপনার হিতাহিত কিছুই না জানি। কেবল ভরসা তোমার পদে দুইখানি ॥ পতিত পাবন হেতু তোমার অবতার। বারেক করুণ করি কর অঙ্গীকার ॥ আমি ভাতি হীনবুদ্ধি কি বলিতে জানি । নিজগুণে দয়া কর তুমি গুণমণি ॥ বহুভাগ্যে পাইলাম তোমার চরণ । কৃতাৰ্থ করহ প্ৰভু লইলাম স্মরণ ॥ রামচন্দ্র হেন মোরে দয়া কর প্রভু। এমত গুণের নিধি দেখিনাই কভু ॥ এই মত প্ৰভু স্তুতি করিতে করিতে। প্রসন্ন হইল প্রভু মনের সহিতে ॥ তবে প্রভু রামচন্দ্র শ্ৰীমতী লইয়। নিজ-মন-কথা কহে নিভৃতে বসিয় ॥ শ্রীরাধীর অধর শেষ রামচন্দ্র লাগিয়া । রাখিয়াছি তামি তাহ অঞ্চলে বান্ধিয় ॥ এত বলি প্রভু নিজ অঞ্চল খুলিয়া । দিলেন অধর সুধা আনন্দ পাইয় ॥ আগে রামচন্দ্রে দিল তবে ঈশ্বরী ছু জনে। মহানন্দে তিন জনে করিল। ভোজনে ॥ প্রসাদ মাধুরী গন্ধ অতি মনোহরে । প্রসাদ সৌরভ পাইয় আপন পাসরে ॥ আবেশে অবস তনু নাহি কিছু ওর। ভাবে ত নিমগ্ন হইয়া হইলেন ভোর ॥ পুলকে পূর্ণিত দেহ সঘনে হুঙ্কার। নয়নেতে প্রেমধারা বহে অনিবার ॥ হয় হtয় কি মাধুর্য্য কৈল তাস্বাদন। স্থধ গৰ্ব্ব খর্ব যাতে করয়ে নিন্দন ॥ প্রভু কহে শুন দুহে সাবধান হইয়। আনিম্ন প্রসাদ আমি রামচন্দ্র লাগিয় ॥ দুল্লভ এই প্রসাদ করিলে ভোজন । অঞ্জি হৈতে হইল হে রামচন্দ্র সম ৷ ব্ৰহ্মাদি দুল্লভ এই