পাতা:কর্ণানন্দ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাস । ' 《、 কর প্রভু অপেন জানিয়া। এত বলি রাজা পড়ে তুমে লোটাইয়া ॥ আপনে প্রভু তবে উঠাইল যতনে। করুণা করিয়া কৈল গাঢ় আলিঙ্গনে ॥ সাধ্য-সাধন এই গোস্বামির মতে । শুনাইবে রামচন্দ্র করিয়া বেকতে ॥ এত বলি প্রভু রামচন্দ্রেয়ে ডাকিয়া । রাজায় সমপিল ভার হাতে ত ধরিয়া ॥ শুন রামচন্দ্ৰ তুমি এই কার্য্য কর । ছোট ভ্রাতা বলি ইহার কর অঙ্গীকার ॥ এত শুনি রামচন্দ্র যে আজ্ঞ বলিয়া । শুনাইব কৃষ্ণকথা বিশেষ করিয়া ॥ পুন রামচন্দ্রে রাজা পরণম করি। বিনয় করিয়া তবে বহু স্তুতি করি ॥ তাহ দেখি প্ৰভু তবে আনন্দিত হইয়। । রাজtয় কহিতেছেন সন্তোষ পাইয়া ॥ শুন শুন রাজা তুমি করি একমন। তোমারে ত কৈল কৃপা রূপ সনাতন ॥ অনুগ্রহ তোমারে যে করিবার তরে। গ্ৰন্থরূপী মহাপ্রভু প্রবেশিলা ঘরে। তুমি মহারাজা হও মহাভাগ্যবান । পৃথিবীতে ভাগ্য নাহি তোমার সমান ॥ মহীরত্ব গ্রন্থ এই পরম উজ্জ্বল। প্রবেশিতে তোমার চিত্ত হুইল নিৰ্ম্মল ॥ কিবা ছিলে তুমি দেখ মনেতে বুঝিয়।। হেন জনে কৃপা কৈল শক্তি-সঞ্চারিয়৷ মোর প্রভু তার শ্রীরূপ সনতনে । তোমারে করিলা কৃপ আনন্দিত মনে ॥ ছয় গোসাঞি তোমায় করিতে অঙ্গীকার । চুরিছলে তোমারে কৃপা করিলা নির্ভর ॥ ইহা শুনি মহারাজ। গর গর মন । পুলকে পুরিত দেহ সজল-নয়ন ॥ প্রেমে গদ গদ কহে অধি অধি বাণী । ফুকারি ফুকারি কাদে লোটাঞা ধরণী ॥ তবে প্রত্যু তাহরে যতনে উঠাইয়া । হর্ষে গাঢ়-অলিঙ্গন দিল করি, দয় ॥ রাজারে লইয়া পুন রামচন্দ্র হাতে। সমর্পণ কৈল,