পাতা:কর্ণানন্দ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাল। ప్ర్ర স্তন্ত্রাপিতানিয়মিতঃ স্মরণে ন কালঃ । এতাদৃশী তব কৃপা ভগবন্মমাপি দুৰ্দৈবমীদৃশমিহাজনি নানুরাগঃ ॥ অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার । কৃপাতে করিল জনেক নামের প্রচার ॥ খাইতে শুইতে যথা তথা নাম লয় । দেশ কাল নিয়ম নাহি সৰ্ব্বসিদ্ধি হয় ৷ সৰ্ব্ব শক্তি নামে দিল করিয়৷ বিভাগ। আমার দুৰ্দৈব নামে নহিল অনুরাগ ॥ যে রূপে লইলে নাম প্রেম উপজয় । তাহার লক্ষণ শুন रङ्कुश' झाँझुङ्गtश ! তথাহি পদ্যাবল্যtং স্বশ্লোকঃ ॥ তৃণাদপি স্ননীচেন তরোরিব সহিষ্ণুনা । অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ ॥ উত্তম হঞা আপনাকে মানে তৃণtধম । ছুই প্রকারে সহিষ্ণুত করে বৃক্ষসম ॥ বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়। স্থখাইঞা মৈলে কারে পানি না মাগয় ॥ যেই যে মগয়ে তারে দেয় আপন ধন । ঘৰ্ম্ম বৃষ্টি সহ আনের করয়ে রক্ষণ ॥ উত্তম হৈঞা বৈষ্ণব হবে নিরভিমান । জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ-তাধিষ্ঠান ॥ এই মত হইঞা যেই কৃষ্ণ নাম লয়। কৃষ্ণের চরণে তার প্রেম উপজয় ৷ কহিতে কহিতে প্রভুর দৈন্য বাঢ়ি গেল। শুদ্ধভক্তি কৃষ্ণঠাঞি মাগিতে লাগিল। ॥ প্রেমের স্বভাব র্যাহ প্রেমের সম্বন্ধ । সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তিগন্ধ । তথাহি পদ্যাবল্যাং স্বশ্লোকঃ ॥ ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে ।