পাতা:কর্ণানন্দ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাস । tూసి এই বৃন্দাবন মোর সাধন ভজন । এইস্থানে দেহত্যাগ তামার নিয়ম ৷ ব্রজোদ্ভব ক্ষীর যেবা আমার ভক্ষণ। ব্রজবৃক্ষগন্দ্র এই তামার বসন ॥ ইহাতেই নির্বাহ মোর দন্ত দূর করি। শ্ৰীকুণ্ডে রহিয়ে কিবা গোবৰ্দ্ধন গিরি ॥ রাধাপ্রেমসরোবরের নিকটে নিশ্চয় । এইস্থানে মরি যেন হেন বাঞ্ছা হয় ৷ শ্ৰীজীব রছেন যেন তামার তাগ্রেতে । শ্ৰীকৃষ্ণদাস তার গোসাঞি লোকনাথে ॥ দেহত্যাগ করিব আমি ইহা সবার আগে । হেন দশ কবে মোর হইব মহাভাগে ॥ তথাহি স্তবাবল্যাং স্বনিয়ম দশকে ৯ শ্লোকে ॥ ব্রজোৎপন্নক্ষীরাশন বসন পত্রাদিভি রহং পদtর্থৈ নির্বাহ ব্যবহৃতিমদন্তং স নিয়মঃ । বসমীশাকুণ্ডে গিরিকুলবরে চৈব সময়ে মরিষ্যেতু প্রেষ্ঠে সরসি খলু জীবাদিপুরতঃ । ইতি ॥ " চম্পূ গ্রন্থ মৰ্ম্ম জানি গোসাঞি কবিরাজ। নিত্যশ্লীল স্থাপন লিখিল গ্রন্থ মাঝ ॥ শ্ৰীগোপালচম্প নামে গ্রন্থ মহাশূর। নিত্যলীলা স্থাপন যাতে ব্রজরসপুর ॥ রসপুর শব্দে কহি নিত্য পরকীয় ॥ হৃদয়ে ধরহ তুমি যতন করিয়া ॥ এই রস লীলা নিত্য নিত্য করি জালে । সেই জন পায় শুদ্ধ ব্রজেন্দ্রনন্দনে ॥ যেই লীলা সেই নিত্য ইথে নাহি আন । প্রকটfপ্রকটে মাত্র লীলার বিধান ॥ স্বেচ্ছাময় কৃষ্ণলীলা করে অবিরতে। লীলা প্রকাশিলা তাতে নিত্য লীলা ইথে । • তথাহি ॥ প্রকটtপ্রকটে নিত্যং তথৈব বনগোষ্ঠয়োঃ । গোচারণং বয়স্যৈশ্চ বিনাক্ষরবিঘাতনং ॥ [ >२ ]