পাতা:কর্ণানন্দ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ নির্যাস । సీ) বিস্তার একান্ত ॥ শ্ৰীসনাতনে যত সিদ্ধান্ত কহিল। ক্রমে ক্রমে সব তাহী রাজারে বলিল ॥ তবে রাজা রামচন্দ্রে প্রণাম করিয়া। কহিতে লাগিল৷ কিছু বিনতি করিয়৷ শিক্ষা পাই মহারাজার মনের আনন্দ । কহিতে লাগিল৷ কিছু করি মন্দ মন্দ ॥ কর্ণানন্দ কথা এই সুধার নির্যাস ॥ শ্রবণ পরশে ভক্তের জন্মে প্রেমোল্লাস ॥ ঐআচাৰ্য্য প্রভুর কন্য৷ শ্ৰীল হেমলতা। প্রেমকল্পবল্লী কিবা নিরমিল ধাত ॥ সে দুই চরণপদ্ম হৃদয়ে বিলাস। কর্ণানন্দ রস কহে যদুনন্দন দাস ॥

  1. ॥ ইতি শ্ৰীকৰ্ণানন্দে শ্ৰীবীরহাম্বীর মহারাজার প্রতি স্ত্রীরামচন্দ্র কবিরাজ শিক্ষানাম চতুর্থ নির্যাস ॥ * ॥ ৪ ॥ * ॥