পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ষষনিকায় । रे* কৃত্রিম সে অলঙ্কারে কি হইবে কাজ ? প্রতারণ-ইরে শুধু নটীয়ে সাজ । निछ चक्र झ्द्र शनि छनभएनाइन्न তবেই সে অর্থনাকে দেখায় মুম্বার । অকৃত্রিম মুহূর্ণভ রূপরাশি, ৰে মায়ীর সৰ্ব্ব জঙ্গ ছায়, স্বখের যৌবন-কালে বেশভূষা প্রসাধন সে কি কভু চায় ? বিচক্ষণ —মহারাজ ! আমি একটা কথা নিবেদন করি, শুধু দেবীর নিরোগেই আমি তার অমুশত হইনি। কপুর-মঞ্জরীর সঙ্গে আমার "তারা-মৈত্রী” বন্ধুত্ব জন্মেছে ;-প্রথম দৃষ্টিতেই আমরা পরস্পরকে ভালবেসেছি। এই জন্তই তার কাজে আমার এত অনুরাগ । আবার সেবিকার ভাবে একটা কথা মহারাজকে নিবেদন করি গুমুন – পরীক্ষিতে তাপ তার সখীগণ স্তনদেশ দেখে হাত দিয়া, তাপদগ্ধ হয়ে কিন্তু সেই হাত পুনঃ পুনঃ লয় সরাইয়া । এহতে অধিক আছে সুখকর ত্রাসকর কথা এক-করুন শ্রবণ :– হস্তছত্রে নিবারিয়া চন্দ্রের কিরণ, তিনি বিভীষরী করেন যাপন ॥ শেষে যা স্থির হল, কপিঞ্জল তা মহারাজের কাছে এখনি নিবেদন করবেন। আর সেইমত মহারাজেরও কাজ করতে হবে। রাজা –কি স্থির কলে, বল । . বিদুৰক —আজ দোল-চতুর্থী। আজ দেৰী, কপুর-মঞ্জুরীকে গৌরী