পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় যবনিকাত্তর । * SAMAMAAAA SAS SSAS SSAS --- বাল-ইন্দুধৰলিম, বিজয়িনী চারু দৃষ্টি, অঞ্জনাভ স্বচারু কুন্তল ; হরিণী-চঞ্চল আঁখি, কতরূপ রেখা এতে কবয়ে বিলাস ; মহাদর্প কনাপ যুব-জন-জয়ে যেন পূর্ণ অভিলাষ । বদুষক —এই সেই মৰকত-কুঞ্জ। দেখ প্রিযসখ, তুমি এইখানে বসে র্তাব প্রতীক্ষা কব । সন্ধ্যা ও নিকটবর্তী । ( উভয়েব তথাকরণ) বাজা।—এমন শীতল যে হিমানী এও সন্তাপদায়িনী বলে আমার মনে হচ্চে | বিদুষক —রাজলক্ষ্মী-মাত্র সহচরীকে নিয়ে এখন তুমি এখানে একটু বসে মহাবীজ , আমি ততক্ষণ শীতল উপচাপ সামগ্রীর আয়োজন কবি । ( প্রস্থান করিয়া সম্মুখে অবলোকন ) ও কে – বিচক্ষণ এই দিকে আসূচে না কি ? বাজ। —দুষ্ট মন্ত্রীর কথা-মত সঙ্কেত-কাল যেন নিকটবর্তী । হস্ত-পদ কিসলয়, নেত্রযুগ কুবলয়, মুখ ঈদুপ্রায় ; তদুটি চাপার কলি, তবু চিত্ত উঠে জলি’ কি আশ্চৰ্য্য হায় ! বিদুষক –(সম্যক অবলোকন করিয়া) এই যে ! বিচক্ষণ শীতল উপচার-সামগ্ৰী নিয়ে এই দিকে আসূচে । উপচার-সামগ্ৰী লইয়া বিচক্ষণার প্রবেশ । বিচক্ষণা –(পরিক্রমণ করত: ) জাহী ! প্রিয়সর্থীর বিষম বিরহ-জার উপস্থিত।