পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to কপূর-মঞ্জরী। --আপাঙ্গ পর্যন্ত যাহে উভয়ের চিন্তু যেন হয় বিলুষ্ঠিত। পরে মনমথ-রস ক্রমে ক্রমে হয়ে বিবৰ্দ্ধিত উভয়ের মনোভাব অচিরাৎ করে প্রকটিত । অপিচ :– অস্তুনিবিষ্ট যাহে নানাবিধ বিলাস-বিভ্রম, মদনে ভূষিত আর,—প্রেম তীরে কহে সৰ্ব্বজন । হইলেও দুরূলক্ষ হয় যাহা প্রকটিত ভবে, মহা-স্মর-কন্দ্রঞ্জাল ললি’ তায় জানি মোরা সবে । বিদূষক –যদি চিত্তগত প্রেমেই অনুরাগ উৎপন্ন হয়, তবে এই সব অলঙ্কার-আড়ম্বরের বিড়ম্বন কেন ? রাজা –বয়স্ত ! এ কথা সত্য । মেখল, নুপুর, বল, মস্তক-ভূষণে কিবা ফল, কি কাজ সৌন্দর্য, রূপে, কিবা কাজ অলঙ্কারে বল' ? •অপর এমন কিছু রমণীতে আছে গে। নিশ্চিত —সৌভাগা-মঞ্জরী যাগে তাহদের হয় গে। অর্জিত। অপিচ :– মৃত্য গীতে কিবা ফল –কিবা ফল মদির সেবনে ? কি ফল অণ্ডর-ধূপে ? কিবা ফল কুঙ্কুম লেপনে ? শোভা-সৌন্দর্য রাশি আছে বটে ধরায় প্রচুর কিন্তু যামুষের কাছে প্ৰেম-সম কি আছে মধুর ? অপিচ ;-- চক্রবস্ত্রী-রাজরাণী, গৃহস্থ-গৃহিণী আর সমূহ যে অতি