পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళeరీ কপুর-মঞ্জরী। রাজা –বয়স্ত ! আমার মনে হয়, এই সমস্ত ভৈরবীননাই ঘটিযেচেন । বিদূষক —তাষ্ট বটে। কেননা, মৃগলাঞ্ছন চন্দ্র-ব্যতীত, কে আর বল চন্দ্ৰকান্তমণিপুত্তলিকাকে আর্দ্র করতে পারে ? শরৎ-সমীরণ-ব্যতীত, শেফালিকা পুষ্পকে কে আর বিকশিত করতে পারে ? ভৈরবানন্দের প্রবেশ । ভৈরবানন্দ ।--এই বটতরুমূলে, উদঘাটিত স্থড্রঙ্গ-স্বারের আবরণুস্বরূপ এই চামুণ্ডা । ( করযোড়ে প্রণাম করিয়া পঠন ) ময়ূকাল করান্তের কেলনিকেতনে বসি, ধাতার সে কপাল-চষকে যিনি গো করেন পান পুরাতন রক্ত-সুর মহানন্দে ঝলকে ঝলকে, সেই সে চণ্ডীর জয় গায় সৰ্ব্ব লোকে ॥ (প্রবেশ ও উপবেশন করিয়া) কপূৰ্ব-মঞ্জরী এখনও কেন সুড়ঙ্গস্বার দিয়ে (বরুচ্চে না ? উদঘাটিত সুড়ঙ্গ-দ্বার দিয়া কপুর-মঞ্জরীর প্রবেশ। কিপূরমঞ্জী -গুরুদেব, প্রণাম করি। ভৈরবানন্দ -যোগ্য বর লাভ কর। এইখানে বোসে । কপূরমঞ্জরী –(উপবেশন ) ভৈরবান –(স্বগত) দেবী যে এখনও আসূচেন না ? রাজ্ঞীর প্রবেশ । - /ੀ —(পরিক্রমণ ও অবলোকন করিয়া) এই তো ভগৱতী চামুণ্ড (প্ৰণাম ও অবলোকন ) এ কি। কপূর্ব-মঞ্জরাও যে এইখানে । এখন তবে কি করি ? (ভৈরবাননের প্রতি) সমস্ত বিবাহ