পাতা:কর্পূর মঞ্জরী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Հ কপূর-মঞ্জরী। রাজী -- রক্ষাগৃহে প্রবেশ করিয়া কপুর-মঞ্জরীকে দেখিলা) এই তো এইখানে কপুর-মঞ্জরী। সেও তাহলে দেখতে ঠিক কপূর-মঞ্জরীর মত—তাই আমার ভূল হচ্ছে । (স্বগত) অবাধ-সঞ্চার ধান-বিমানে করে যোগীশ্বর বোধ হয় ধনসার-মঞ্জরীকে নিয়ে এসেছেন । ( প্রকাশ্বে ) গুলো সখি, তোরা আমার কথামত সামগ্ৰীগুলি নিয়ে আয়। (চামুণ্ডা-মন্দিরে প্রবেশ করিয়৷ তাঁহাকে দেখিয়া ) কি আশ্চর্য সাদৃপ্ত। - ভৈববানন । -দেবি ! বনুন । মহারাজ ও এলেন বলে’ । রাজা বিদূষক ও কুরঙ্গিকার প্রবেশ । ( সকলের যথাস্থানে উপবেশন ) রাষ্ট্ৰী – নায়িকাব প্রতি) ইনি মকরধ্বজেরষ্ট যেন মূৰ্ত্তিমতী সম্পত্তি। শৃঙ্গার রস-লক্ষ্মী যেন দেহান্তরে অবস্থিত। ইনি যেন পূর্ণিমা-চন্ধের দিবসসঞ্চারিণী জোৎস্ন। অথবা যেন বহুমূল মণিকা-পেটিকা । কিম্বা রত্নময়ী অঞ্জন-শলাকা । অথবা ইনি বুঝি রত্নকুসুমের বসন্তलकौ । বিশ্বজয়ী এর এই রূপ মনোহর যদি কভু হর কারো নয়নগোচর, ধনুকে জুড়িয়া শর অমনি মদন করে তার চিত্ত-মাঝে বসতি স্থাপন ॥ বিদূষক —(জনাস্তিকে ) সখা! বুঝিবা তোমার মনস্কামনা পূর্ণ হয়। তবে কি না, তটে পৌছিলেও নৌকাকে বিশ্বাস নেই। তাই বলি, তুমি এখন চুপটি করে থাক । - yo —(কুরঙ্গিকার প্রতি) তুমি মহারাজকে সাজিয়ে দেও—আর A সারঙ্গিক ধনসারমঞ্জুরীকে সাজিয়ে দিক্ । উভয়ে -(উভয়ের বিবাহ-যোগ্য বেশভূষা সম্পাদন )