পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
কলিকাতার ইতিহাস।

অবস্থিত। ঐ স্থানে পূর্ব্বে সুপ্রীম কোর্ট ছিল। বর্তমান বাটী ১৮৭২ সালে নির্মিত হয়। বেলজিয়ম দেশান্তর্গত ypres (ঈশ্বর) নগরের টাউন হলের অনুকরণে ইহার নক্সা প্রস্তুত হইয়াছিল।

 হাইকোর্টের পূর্ব ও গবর্ণমেণ্ট হাউসের পশ্চিমে, অর্থাৎ উভয় ভবনের মধ্যস্থলে, টাউনহল দণ্ডায়মান। কলিকাতার অধিবাসীরা প্রায় ৭,০০,০০০ টাকা ব্যয়ে ১৮০৪ সালে ইহা নির্ম্মাণ করেন। এই ভবনে যে সকল অতি মনোহর চিত্রপটাদি শিল্প সামগ্রী আছে, তন্মধ্যে ওয়ারেন হেষ্টিংসের ও রমানাথ ঠাকুরের দুইটী মর্ম্মর প্রস্তররচিত প্রতিমূর্ত্তি দেখিতে পাওয়া যায়।

 এতদ্ভিন্ন আরও অনেক সরকারী অট্টালিকা আছে, যথাষ্ট্যাণ্ডের উপরিস্থ বেঙ্গল ব্যাঙ্ক, সেণ্ট্রাল টেলিগ্রাফ আপিস, জেনারেল পোষ্ট অপিস, রাইটার্স বিল্ডিং নামক বেঙ্গল গবর্ণমেণ্টের দপ্তরখানা ইত্যাদি ইত্যাদি।

'ময়দান (গড়ের মাঠ) যে কেবল কলিকাতার বায়ুকোষ বলিয়া প্রসিদ্ধ তাহা নহে, অধিকন্তু উহার উপর বহু স্মৃতিনিদর্শন বিদ্যমান। সুপ্রসিদ্ধ মহারাণী ভারতেশ্বরী ভিক্টোরিয়া হইতে আরম্ভ করিয়া বহু রাজপ্রতিনিধি, গবর্নর জেনারেল, প্রধান সেনাপতি এবং অন্যান্ত উচ্চপদস্থ বিখ্যাত রাজপুরুষগণের প্রতিমূর্তি এই ময়দানের শোভা বৃদ্ধি করিতেছে। ঐ সমস্ত প্রতিমূর্ত্তির অধিকাংশই ভাস্করবিদ্যার উৎকৃষ্ট নিদর্শন।