পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১০৩

খৃষ্টীয় ধর্মশাস্ত্রের প্রচারকেরা অমর নহেন, এজন্য অনেক সময়ে যুবক বণিকদিগকে পৌরোহিত্য করতে হয়; তাঁহারা কোম্পানির প্রদত্ত বেতনের অতিরিক্ত রবিবারে প্রার্থনা ও ধর্ম্মোপদেশ পাঠ করার জন্য বার্ষিক ৫০ পাউণ্ড বেতন পাইয়া থাকেন” ১৭০৯ সালে লণ্ডনের বিশপ উহার নাম সেণ্ট আন্ চর্চ্চ রাখেন। “পাঁচটি উচ্চ পার্শ্ব-শিখর ও একটী চুড়া সুশোভিত এই মন্দিরটি রাইটার্স বিল্ডিং নামক অট্টালিকার যেস্থলে এক্ষণে অষ্টভুজাকার অংশটি বর্তমান, সেইস্থলে দণ্ডায়মান ছিল। ১৭৫৬ অব্দে নবাব সিরাজুদ্দৌলার ফৌজ উহার ধ্বংস সাধন করে। ১৭৩৭ সালের প্রবল ঝড়ে উহার চুড়া ভাঙ্গিয়া পড়িয়া গিয়াছিল ......... ১৭৫৬ সালের গোলযোগের পর কলিকাতায় শান্তি বিরাজ করিতে আরম্ভ করিলেই একটী নূতনগির্জ্জা নির্মাণ করিবার নিমিত্ত সকলেই সমৎসুক হইয়া উঠিল। কিছুদিন পর্ত্তুগীজদিগের Our Lady of the Roary নামক গির্জ্জাটী রাজ গির্জারূপে ব্যবহৃত হইয়াছিল, কিন্তু উহা আর্দ্রভাবাপন্ন ও অস্বাস্থ্যকর বিবেচিত হওয়ায় পুনর্বার পর্ত্তুগীজদিগকে প্রত্যর্পিত হয়। ১৭৬০ সালের জুলাই মাসে পুরাতন কেল্লার ভগ্ন প্রাচীরের মধ্যেই একটী অস্থায়ী ভজনালয় নির্মিত হয়, এবং সেণ্ট জনস্ চ্যাপেল নামে আখ্যাত হয়।

 ১৭৭৪ অব্দে অনেককে অনুযোগ করিতে শুনা গিয়াছিল যে, কলিকাতায় মনোহর ক্রীড়াগার আছে বটে, কিন্তু গির্জ্জা নাই। কিন্তু তথাপি কলিকাতাবাসীরা ১৭৮২ অব্দের পূর্বে তারতসম্রাজের রাজধানীর উপযুক্ত সাধারণের উপাসনা-মন্দির নির্মাণ বিষয়ে আন্তরিকতার সহিত মনোনিবেশ করেন নাই। উক্ত বৎসর একটি চর্চ্চ-কমিটি (গির্জা-সমিতি) গঠিত হইল; ওয়ারেন হেষ্টিংস