পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অধ্যায়।

তাঁহারা ৩০,১৩৩ পাউণ্ড ৫ শিলিং ৮ পেন্স (অর্থাৎ বর্তমান বিনিময়ের হারে প্রায় ৪,৫২,০০০ টাকা) মূলধন লইয়া কার্য্যারম্ভ করেন, ঐ মূলধন ১০১ অংশে বিভক্ত ছিল। ইংলণ্ডেশ্বর প্রথম চালসের রাজত্বকালে ১৬৪৫ অব্দে কোম্পানী, আবার নূতন সনন্দ প্রাপ্ত হইলেন।

 ক্রমওয়েলের সময়ে কিছুদিন ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী বিলুপ্ত হইল। পরন্তু তিনি পরে উহার পুনর্গঠনের অনুমতি প্রদান করিয়া উহার যাবতীয় পূর্ব অধিকার প্রত্যর্পণ করিলেন। কেবল তাহাই নহে, ওলন্দাজদিগের দ্বারা কোম্পানীর পুনঃ পুনঃ ক্ষতি সাধিত হওয়ায় ক্রমওয়েল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতি এতাদৃশ সহানুভূক্তিসম্পন্ন হইয়া পড়িলেন যে, তিনি কোম্পানীর পক্ষঅবলম্বন করিয়া ১৬৫২ অব্দে ওলন্দাজদিগের বিরুদ্ধে সমরঘোষণা করিলেন। কোম্পানীর মূলধন তৎকালে ৭,৪০,০০০ পাউণ্ডে উঠিয়াছিল। ১৬৬১ খৃষ্টাব্দে ইংল্যাণ্ডেশ্বর দ্বিতীয় চার্লস কোম্পানীকে আরও অধিকতর অধিকার প্রদান করেন। তাহাতে তাহাদের দাণিজ্য কেবল যে চীন পর্যন্ত বিস্তৃত হইল তাহা নহে, পরন্তু মোগল রাজসভায় সার টমাস রো নামক একজন সম্ভ্রান্ত ইংরেজের আন্তরিক যত্ন চেষ্টার ফলে তাঁহারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে কুঠি নিৰ্মাণ করিতে আরম্ভ করিলেন। সার টমাস রো ইংলণ্ডের রাজা প্রথম জেমসের প্রতিনিধি ও দূতস্বরূপে ভারতবর্ষে আগমন করিয়াছিলেন। তৎকালে মোগল সম্রাট জাহাঁগীর হিন্দুস্থানের রাজচক্রবর্ত্তী ছিলেন। ভারত ইতিহাসের পাঠকমাত্রেই অবগত আছেন যে, জাহাঁঁগীর ইংরেজদিগের প্রতি সাতিশয় প্রসন্ন ছিলেন। ইংরেজেরা তাহার প্রীতির পাত্র ছিলেন। তিনি