পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪২
কলিকাতার ইতিহাস।

 ফ্রিচাৰ্চ ইনষ্টিটিউশন ও ডফ কলেজ স্কটল্যাণ্ডের জেনারেল এসে্মবিলি সম্প্রদায়ভুক্ত পাদরি ডাক্তার আলেকজাণ্ডার ডফের যত্নে ১৮৩৪ সালের বিচ্ছেদের পূর্ব্বে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিচ্ছেদ ঘটার পর জেনারেল এসেমব্লিজ ইনষ্টিটিউশন নামক বিদ্যালয় কিছুদিন বন্ধ হয়, এবং ডাক্তার ডফকে ঐ বাড়ী এবং তাহার নিজের বহুমুল্য লাইব্রেরী পরিত্যাগ করিতে হয়। শিক্ষক, ছাত্র, দেশীয় খৃষ্টান, সকলেই ডাক্তার ডফ ও অন্যান্য মিশনরিগণের অনুগমন করিল; কাজেই নিমতলায় একটা ভাড়াটিয়া বাটীতে বিদ্যালয় খোলা হইল। পরে ডফ সাহেব স্কটল্যাণ্ড, ইংল্যাণ্ড ও ভারতবর্ষে চাঁদা তুলিয়া বর্তমান ভবন নির্মাণ করেন। ১৮৫৭ সালে উহার নির্মাণকার্য শেষ হইলে বিদ্যালয় তথায় স্থানান্তরিত হয়। ইহাতেও স্কুল ও কলেজ দুইটি বিভাগ আছে। এতদ্ভিন্ন ডফ সাহেব একটি অনাথাশ্রম, একটি হিন্দু- বালিকা-বিদ্যালয় এবং একটি নর্ম্ম্যাল স্কুল স্থাপিত করেন।

 ডাক্তার ডফ প্রথমতঃ ২২ নং মির্জাপুর স্ট্রীটে থাকিতেন, পরে ২ নং কর্ণওয়ালিস স্কোয়ারে বাস করেন। প্রথম বাসভবনে তিনি খৃষ্টধর্মের প্রত্যক্ষ প্রমাণ সম্বন্ধে লেকচার (উপদেশ) দিতেন; তাহারই ফলে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (সুপ্রসিদ্ধ ডাক্তার কে, এম, বানার্জি। খৃষ্টধর্মে দীক্ষিত হন।

 বিশপস্ কলেজ —খৃষ্টীয় সুসমাচার-প্রচার-সমাজের (The Society for the Propagation of the Gospel) সোৎসাহ সহযোগিতায় বিশপ মিডলটন ১৮২০ সালের ১৫ই ডিসেম্বর এই বিদ্যালয়ের ভিত্তিস্থাপন করেন। খৃষ্টধর্ম প্রচার ও সাধারণ শিক্ষার প্রসার, বাইবেল ও অন্যান্য ধর্ম্মগ্রন্থের অনুবাদ, এবং খৃষ্টান মিশনরিরা