পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় ! ›ጫ ጫ তৎপরবর্তী পাঁচ বৎসরের প্রতি বর্ষের গড় অর্থাগম অপেক্ষ ১৬, ৭০০ পাউণ্ড ২ শিলিঙ ৩ পেন্স অধিক হইয়াছিল। মিলবৰ্ণ সাহেব বলেন, ইংরেজদিগের পোতপরিচালনে অধিকতর নৈপুণ্য দেখিয় বঙ্গদেশের সর্বশ্রেণীর বণিকৃগণ তাহাজের বিদেশে রপ্তানি-ধোগ্য মাল ১৭১৫ সাল হইতে ইংরেজদেগের জাহাজে বোঝাই দিতে লাগিল ; ঐ সকল মলি দৌত্যের পরবত্তী দশবৎসরে মোট ১ ৯, ১০ টন হুইয়াছিল ; তাহাতে অনেক লোকই কোম্পানির বাণিজ্যের ক্ষতি না করিয়া অথবা তাহাজের সম্পত্তি লইয়া গবৰ্ণমেণ্টের সহিত ৰিবাদ না করিয়াও প্রচুর লাভবান্‌ হইয়াছিল, এবং কলিকাতার সর্বশ্রেণীর প্রজ এরূপ স্বাধীনতা ও স্বাচ্ছন্দ উপভোগ করিতে লাগিল ধে, বঙ্গের অন্তান্ত যে সকল প্রঞ্জা নবাবের অত্যাচারপূর্ণ শাসনাধীন ছিল, তাহারা তাহ অমুভব করিতে পারে নাই । ১৭১৫ খৃষ্টান্ধের সমকালে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বাঙ্গাল প্রেসিডেন্সির বহিবাণিজ্যের বিবরণ সংগ্ৰহ করিবার নিমিত্ত একজন রিপোর্টার নিযুক্ত করেন এবং কিরূপ প্রণালীতে হিসাব রাখিতে হইবে, তাহার সবিশেষ উপদেশ প্রদান করেন । তদবধি বঙ্গের আমদানি ও রপ্তানি পণ্যদ্রব্য ও ধনের পরিমাণের সুস্পষ্ট ও বিস্তৃত বিবরণী এবং আমদানি রপ্তানি মালের নামের তালিকা প্রতি বৎসর প্রস্তুত হইয়া ইউরোপে প্রেরিত হইয়া আসিতেছে । বাঞ্জাল প্রেসিডেন্সির বাণিজ্য পশ্চাল্লিখিত কতিপয় বিভাগে বিভক্ত ; যথা,— ১ । লণ্ডনের সহিত বাণিজ্য ( ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির বাণিজ্য ব্যতিরিক্ত ) ; ইহাক্স সহিত কোম্পানির জাহাজের অধ্যক্ষ ও